কালচারাল ফাউন্ডেশন চট্টগ্রামের ইসলামিক কনফারেন্স আজ

আজাদী প্রতিবেদন | বুধবার , ২৫ ডিসেম্বর, ২০২৪ at ৭:৪৭ পূর্বাহ্ণ

কালচারাল ফাউন্ডেশন চট্টগ্রাম (সিএফসি) কর্তৃক ৫ম বারের মতো আজ অনুষ্ঠিত হবে ইসলামিক কনফারেন্স২০২৪। নগরীর জমিয়তুল ফালাহ্‌ জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠাতব্য কনফারেন্সে সভাপতিত্ব করবেন ড. মুহাম্মাদ সাইফুল্লাহ মাদানী।

আজ বিকেল ৩টা হতে রাত ১০টা পর্যন্ত কনফারেন্স অনুষ্ঠিত হবে। এতে ড. আবু বক্কর মুহাম্মদ জাকারিয়া, শায়েখ আবদুর রাজ্জাক বিন ইউসুফ, . ইমাম হোসাইন, . আহমাদ আবদুল্লাহ সাকিব, উস্তায ওয়াসিউজ্জামান, উস্তায সাবিকুল ইসলাম, উস্তায আবদুর রহীম বিন আবদুর রাজ্জাক প্রমুখ আলোচক হিসেবে উপস্থিত থাকবেন।

পূর্ববর্তী নিবন্ধনারী উন্নয়ন ছাড়া সমাজের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয় : মেয়র
পরবর্তী নিবন্ধআজ শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা