সিটি মেয়রের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন চিটাগাং উইম্যান চেম্বার নেতৃবৃন্দ। গতকাল মঙ্গলবার চসিক কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় উইম্যান চেম্বার নেতৃবৃন্দ চট্টগ্রামের নারী উদ্যোক্তাদের উন্নয়ন, ব্যবসার সমপ্রসারণ এবং নারীর ক্ষমতায়ন নিয়ে মেয়রের সঙ্গে আলোচনা করেন। সৌজন্য সাক্ষাতকালে উপস্থিত ছিলেন উইম্যান চেম্বারের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট মনোয়ারা হাকিম আলী, প্রেসিডেন্ট আবিদা সুলতানা, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লুৎমিলা ফরিদ, ভাইস প্রেসিডেন্ট নিশাত ইমরান, পরিচালকবৃন্দ কাজী তুহিনা আক্তার, রোকসানা আক্তার চৌধুরী (রুহি মোস্তাফা), আয়শা ফারহা চৌধুরী, বেবি হাসান, নাসরিন সুলতানা চৌধুরী, নুর আক্তার জাহান, সৈয়দা কামরুন নাহার, চৌধুরী জুবাইরা সাকী জিপসী ও রেহনুমা মারিয়ম তুলি।
সাক্ষাতকালে উইম্যান চেম্বার নেতৃবৃন্দ চসিকের সহযোগিতায় নারীদের জন্য নতুন কর্মসংস্থান সৃষ্টির প্রস্তাবনা তুলে ধরেন। মেয়র নেতৃবৃন্দের প্রস্তাবনার প্রতি সমর্থন জানিয়ে বলেন, নারী উন্নয়ন ছাড়া সমাজের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। চসিক সবসময় নারী উদ্যোক্তাদের পাশে থাকবে। তিনি নারী উদ্যোক্তাদের জন্য সহজলভ্য সেবা ও সুযোগ–সুবিধা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন। প্রেস বিজ্ঞপ্তি।