আজাদী সম্পাদকের বাসভবনে তথ্য সংগ্রহে অর্থনৈতিক শুমারির কর্মকর্তারা

| বুধবার , ২৫ ডিসেম্বর, ২০২৪ at ৭:৪৫ পূর্বাহ্ণ

সারাদেশের মত চট্টগ্রামেও চলছে ৪র্থ অর্থনৈতিক শুমারি। এর অংশ হিসেবে গতকাল মঙ্গলবার দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেকের বাসভবনে অবস্থিত প্রাতিষ্ঠানিক কৃষি খামার থেকে তথ্য সংগ্রহ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন দৈনিক আজাদীর নির্বাহী সম্পাদক শিহাব মালেক। আরও উপস্থিত ছিলেন অর্থনৈতিক শুমারি২০২৪ এর কোতোয়ালী জোনের জোনাল অফিসার কমল দাশ ও সুপারভাইজার নুরুল ইসলাম।

উল্লেখ্য, এবারের শুমারিতে চট্টগ্রাম মহানগর এবং জেলার মোট ৫ লাখ ৩৮ হাজার ৫০টি খানা বা প্রতিষ্ঠানে অর্থনৈতিক শুমারি পরিচালিত হচ্ছে। এর মধ্যে ৩ লাখ ৭৩ হাজার ১৭৯টি স্থায়ী ও অস্থায়ী প্রতিষ্ঠান এবং ১ লাখ ৬৪ হাজার ৮৭১টি অর্থনৈতিক কর্মকাণ্ড সম্পন্ন খানার (পরিবার) তথ্য সংগ্রহ করা হচ্ছে।

শুমারির জন্য চট্টগ্রাম জেলায় ইতোমধ্যে ৩ হাজার ৯৬৩ জন তথ্য সংগ্রহকারী তথ্য সংগ্রহের কাজ করছে। যারা প্রতিটি খানা এলাকায় গিয়ে তথ্য সংগ্রহ করছেন। তাছাড়া আছেন ১১৯ জন আইটি সুপারভাইজার, ৭৬০ জন সুপারভাইজার, ১১৯ জন জোনাল অফিসার ও ৯ জন জেলা শুমারি সমন্বয়কারী। এছাড়া এ প্রকল্পের চট্টগ্রাম বিভাগের সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করছেন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর যুগ্মপরিচালক মো. ওয়াহিদুর রহমান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধগাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তির পুরস্কার বিতরণীতে বক্তারা
পরবর্তী নিবন্ধশিক্ষানবীশ আইনজীবীদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা