আয়ুব বিবি ট্রাস্ট আয়োজিত ৩য় থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের মেধা বৃত্তি পরীক্ষা গতকাল মঙ্গলবার কর্নফুলি উপজেলার আজিম–হাকিম স্কুল এন্ড কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১৬টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৪০০ জন শিক্ষার্থী অংশ নেয়। বৃত্তি পরীক্ষার আহ্বায়কের দায়িত্বে ছিলেন ট্রাস্টের ভাইস চেয়ারম্যান ও ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের ডিএমডি লায়ন মোহাম্মদ হাকিম আলী। উল্লেখ্য, শিক্ষাউন্নয়ন মূলক ও দাতব্য সংস্থা আয়ুব বিবি ট্রাস্ট ২০২৩ সাল থেকে এ মেধাবৃত্তি পরীক্ষা শুরু করে। পরিচালনা কমিটির পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্বে ছিলেন আজিম–হাকিম স্কুলের প্রধান শিক্ষক মঞ্জুর আলম,সহ–পরীক্ষা নিয়ন্ত্রক অখিল চন্দ্র পাল, কেন্দ্র সচিব ছিলেন কর্ণফুলী কিন্ডারগার্টেন এসোসিয়েশন‘র সভাপতি আজিম উদ্দিন,সদস্য সানোয়ার বেগম,মহিউদ্দিন রাকিব প্রমুখ। অংশ নেওয়া শিক্ষার্থীদেরকে ৩টি গ্রেডে ভাগ করে গোল্ডেন,ট্যালেন্টপুল এবং সাধারণ গ্রেডে বৃত্তি প্রদান করা হবে। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সনদপত্র, মেডেল ও নগদ অর্থ সহ বিভিন্ন শিক্ষা উপকরণ প্রদান করা হবে। প্রেস বিজ্ঞপ্তি।