ধান পেকেছে

আল আমিন মুহাম্মাদ | বুধবার , ২৫ ডিসেম্বর, ২০২৪ at ৭:৩৮ পূর্বাহ্ণ

ধান পেকেছে, ধান পেকেছে

চাষির মুখে হাসি

সারা উঠোন লেপছে বধু

খেয়ে পান্তাবাসি।

ধান পেকেছে, ধান পেকেছে

অভাব হলো দূর

উঠোনজুড়ে কিচ্ছাগানে

জোসনা ভাঙা সুর।

ধান পেকেছে, ধান পেকেছে

চাল কুটছে মায়ে

ভরলো বাড়ি কুটম এসে

ছন্দ পাড়াগাঁয়ে।

ধান পেকেছে, ধান পেকেছে

পার্বণের পালা

ধানের সাথে বাঙালিদের

জীবন গাঁথা মালা।

পূর্ববর্তী নিবন্ধঅপরূপ সাজ
পরবর্তী নিবন্ধনতুন সুখের ঘ্রাণ