ধান পেকেছে, ধান পেকেছে
চাষির মুখে হাসি
সারা উঠোন লেপছে বধু
খেয়ে পান্তা–বাসি।
ধান পেকেছে, ধান পেকেছে
অভাব হলো দূর
উঠোনজুড়ে কিচ্ছা–গানে
জোসনা ভাঙা সুর।
ধান পেকেছে, ধান পেকেছে
চাল কুটছে মায়ে
ভরলো বাড়ি কুটম এসে
ছন্দ পাড়া–গাঁয়ে।
ধান পেকেছে, ধান পেকেছে
পার্বণের পালা
ধানের সাথে বাঙালিদের
জীবন গাঁথা মালা।