চোখের অশ্রু ঝরে

কাকলী দাশগুপ্তা | বুধবার , ২৫ ডিসেম্বর, ২০২৪ at ৭:২৫ পূর্বাহ্ণ

আমার, দিনটা গেল

বৃথা কাজ

রাতটা গেল ঘুমে,

অজানাতে সময় কাটে

থাকি পাকা রুমে।

আজ করব না করব কালি

ভাবি সদাই মনে

ফেলে আসা জীবনব্যথা

কাঁদে ক্ষণে ক্ষণে।

এই বেদনা কাকে বলি

শোনার সাথী নাই,

বেমালুমে সময় চলে

ভাবলে ব্যথা পাই।

এ কাজ ও কাজ সবই করি

মনের মতো করে

তবুও আমার সান্ত্বনা নেই

মনটা কাঁপে ডরে।

কারণ হলো ভালো মন্দ

যাচাই করে কে?

কাজের মর্ম কাজের ধর্ম

বুঝতে পারে যে।

আমি হলাম আমার আমি

দরদী নেই কেউ,

সদা আমার মনে উঠে

উথাল, পাতাল ঢেউ।

মন বেদনা বুঝবে এমন

নেই কেউ সংসারে

তাইতো আমার দিবস রাতি

চোখের অশ্রু ঝরে।

পূর্ববর্তী নিবন্ধঔষধি উদ্ভিদ রক্ষায় যথাযথ ব্যবস্থা নেয়া হোক
পরবর্তী নিবন্ধবিজয়ের মাসে বাবা তোমাকে মনে পড়ে