বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার সম্পর্ক ঐতিহাসিক

প্রশংসা পদক গ্রহণকালে সুফি মিজান

| বুধবার , ২৫ ডিসেম্বর, ২০২৪ at ৭:১৫ পূর্বাহ্ণ

বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার সম্পর্ক ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ। উভয় দেশ ভবিষ্যতেও সহযোগিতার এ ধারাবাহিকতা বজায় রাখবে। এই অঞ্চলের শান্তি, সমৃদ্ধি ও উন্নয়ন নিশ্চিতে দুই দেশ একসাথে কাজ করবে বলে জানিয়েছেন সমাজসেবায় একুশে পদকপ্রাপ্ত শিল্পপতি ও ইন্দোনেশিয়ার অনারারী কনসাল সুফি মোহম্মদ মিজানুর রহমান। গতকাল মঙ্গলবার নগরীর খুলশীতে অনারারী কনসাল কার্যালয়ে সুফি মোহাম্মদ মিজানুর রহমানকে ইন্দোনেশিয়া সরকার কর্তৃক সর্বোচ্চ প্রশংসা পদক হস্তান্তরকালে তিনি একথা বলেন। গতকাল পদক হস্তান্তর অনুষ্ঠানে ইন্দোনেশিয়া থেকে আগত সেদেশের সরকারের বিশেষ দূত ডাওরানা আতিকাশ ডিউই ও ঢাকায় নিযুক্ত ইন্দোনেশিয়া দূতাবাসের পলিটিক্যাল অ্যাফেয়ার্স প্রধান নূর হামামু রিজকী প্রশংসা পদক হস্তান্তর করেন।

পদক গ্রহণ করে সুফি মোহম্মদ মিজানুর রহমান বলেন, ইন্দোনেশিয়া ও বাংলাদেশ অত্যন্ত বন্ধুদেশ ও দুদেশের সর্ম্পক গভীর। বিশ্বের যে কয়টি দেশ স্বাধীনতার পর বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছে তার মধ্যে ইন্দোনেশিয়া অন্যতম। বাংলাদেশে ইন্দোনেশিয়ার অনারারী কনসাল হিসেবে আমি সেদেশের রাষ্ট্রপতিসহ তাদের সরকারকে ধন্যবাদ জানাই। আমি আমার উপর অর্পিত দায়িত্ব পালনে সর্বদাই সচেষ্ট। বাংলাদেশ সামপ্রদায়িক সমপ্রীতির দেশ। তিনি ইন্দোনেসিয়া সরকারকে পদক প্রদানের জন্য ধন্যবাদ জানান।

পদক হস্তান্তর শেষে ইন্দোনেশিয়া থেকে আগত সরকারের বিশেষ দূত ডাওরানা আতিকাশ ডিউই বলেন, আমি আমাদের সরকারের পক্ষ থেকে পররাষ্ট মন্ত্রীর বিশেষ দূত হিসেবে সুফি মোহম্মদ মিজানুর রহমানের প্রশংসা করি ও পিএইচপি পরিবারকে ধন্যবাদ জানাই। তিনি বলেন, অনারারী কনসাল সুফি মোহাম্মদ মিজানুর রহমান বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার সম্পর্ক বন্ধুত্বপূর্ণ ও পাষ্পরিক সৌহার্দপূর্ণ করে রেখেছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকাপ্তাইয়ে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা
পরবর্তী নিবন্ধডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার ৫