চট্টগ্রাম বন্দরের কন্টেনার টার্মিনাল পরিচালনায় বিদেশি অপারেটরের সঙ্গে সম্পাদিত চুক্তি বাতিল চেয়ে লিগ্যাল নোটিশ প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার বাংলামার্ক করপোরেশনের স্বত্ত্বাধিকারী মোহাম্মদ রফিকুল ইসলামের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ আনোয়ার হোসেন এই লিগ্যাল নোটিশ প্রদান করেন।
এতে চট্টগ্রাম বন্দরের সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে নির্মিত কন্টেনার টার্মিনাল পরিচালনায় বিদেশি কন্টেনার হ্যান্ডলিং অপারেটরের সঙ্গে বিগত সরকারের সম্পাদিত চুক্তিকে ‘টেন্ডারবিহীন গোপন চুক্তি’ আখ্যায়িত করে এই চুক্তি অবিলম্বে বাতিল চেয়ে নৌ পরিবহণ মন্ত্রণালয়, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষকে (পিপিপি) লিগ্যাল নোটিশ পাঠানো হয়।
আইনি নোটিশে বিগত দিনে চট্টগ্রাম বন্দরের নিজস্ব অর্থায়নে নির্মিত কন্টেনার ডিপোগুলোর পরিচালনারত দেশীয় সক্ষম ও দক্ষ কন্টেনার হ্যান্ডলিং অপারেটর্সদের বঞ্চিত করে সম্পাদিত চুক্তি অতিসত্তর বাতিল চাওয়া হয়।
এতে আরও বলা হয়, সরকার চাইলে বিদেশি বিনিয়োগকারী যেকোনো পক্ষকে নতুন বন্দর ও তৎসংশ্লিষ্ট সম্পূর্ণ নতুন স্থাপনা বিনির্মাণে বিদেশি বিনিয়োগকারীদের পাবলিক টেন্ডারের মাধ্যমে বিনিয়োগের আহ্বান জানাতে পারেন।