অতিরিক্ত টিউশন ফি বন্ধে তদারকির নির্দেশনা

স্কুলে ভর্তি

| বুধবার , ২৫ ডিসেম্বর, ২০২৪ at ৭:০৪ পূর্বাহ্ণ

দেশের বেসরকারি স্কুলকলেজগুলোতে অতিরিক্ত ফি আদায় বন্ধে নীতিমালা জারির পর এবার তদারকির নির্দেশনা দেওয়া হয়েছে। নতুন শিক্ষার্থী ভর্তির সময় বেসরকারি স্কুলগুলো নির্ধারিত টিউশন ফি’র বাইরে যেন অতিরিক্ত টাকা আদায় করতে না পারে সে জন্য জেলা শিক্ষা কর্মকর্তাদের তদারকি করতে বলেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। যেসব এলাকার কমিটি এখনও টিউশন ফি নির্ধারণ করেনি সেসব এলাকার স্কুলগুলোকে আপাতত তা না নেওয়ার জন্য বলা হয়েছে।

গতকাল মঙ্গলবার জেলা শিক্ষা কর্মকর্তাদের প্রতি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক এ বি এম রেজাউল করীম স্বাক্ষরিত এক নির্দেশনায় এসব বলা হয়েছে। নীতিমালা অনুযায়ী গঠিত মহানগরের কমিটি সিটি করপোরেশন ও মহানগর এলাকার এমপিওভুক্ত ও ননএমপিও শিক্ষা প্রতিষ্ঠানের টিউশন ফি বা মাসিক বেতন নির্ধারণ করবে। অপরদিকে জেলা কমিটি জেলা সদর, পৌর এলাকা ও উপজেলা পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর টিউশন ফি বা মাসিক বেতন নির্ধারণ করবে। খবর বিডিনিউজের।

অধিদপ্তরের মাধ্যমিক শাখার পরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল বলেন, কোন স্কুল যেন নীতিমালা অনুযায়ী নির্ধারিত ফি’র বাইরে অতিরিক্ত ফি আদায় করতে না পারে তা তদারকি করতে জেলা শিক্ষা কর্মকর্তাদের বলা হয়েছে।

দেশের বেসরকারি স্কুলকলেজগুলোতে গলাকাটা ফি আদায়ের অভিযোগ দীর্ঘদিনের। এবার তাতে লাগাম দিয়ে গত ২৭ অক্টোবর টিউশন ফি নীতিমালা২০২৪ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। এই নীতিমালা অনুযায়ী, সরকারি কর্মকর্তা, অধ্যক্ষ ও প্রধান শিক্ষকদের সমন্বয়ে দুইটি কমিটি গঠন করে দেওয়া হয়েছে, যারা মহানগর ও জেলা পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের টিউশন ফি বা মাসিক বেতন নির্ধারণ করে দেবে। শিক্ষার্থীদের মাসিক বেতনের বাইরে অন্যান্য সব ফি নির্ধারণ করে দেওয়া হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে।

এই নীতিমালা অনুযায়ী, মহানগর পর্যায়ের এমপিওভুক্ত স্কুলগুলো মাসিক বেতন, অভ্যন্তরীণ পরীক্ষার ফি এবং স্কাউটস, গার্লস গাইড, বিএনসিসি ও রেডক্রিসেন্ট ফি ছাড়া বছরে ২ হাজার ৩১৫ টাকা টিউশন ফি নিতে পারবে একজন শিক্ষার্থীর কাছ থেকে। এছাড়া শিক্ষার্থীদের টিফিন সরবরাহ করলে এ খাতে মাসিক ১৫০ টাকা হারে বছরে আরও ১ হাজার ৮০০ টাকা নিতে পারবে।

জেলা ও উপজেলা সদর পর্যায়ের এমপিওভুক্ত স্কুলগুলো মাসিক বেতন, অভ্যন্তরীণ পরীক্ষার ফি এবং স্কাউটস, গার্লস গাইড, বিএনসিসি ও রেডক্রিসেন্ট ফি ছাড়া বছরে ১ হাজার ৭০০ টাকা টিউশন ফি নিতে পারবে একজন শিক্ষার্থীর কাছ থেকে। আর শিক্ষার্থীদের টিফিন সরবরাহ করলে এ খাতে মাসিক ১৫০ টাকা হারে বছরে আরও ১ হাজার ৮০০ টাকা নিতে পারবে।

মফস্বল পর্যায়ের এমপিওভুক্ত স্কুলগুলো মাসিক বেতন, অভ্যন্তরীণ পরীক্ষার ফি এবং স্কাউটস, গার্লস গাইড, বিএনসিসি ও রেডক্রিসেন্ট ফি ছাড়া বছরে ১ হাজার ৩০৫ টাকা করে টিউশন ফি নিতে পারবে শিক্ষার্থীরদের কাছ থেকে। যদি টিফিন দেয় তাহলে মাসে ১০০ টাকা করে বছরে আরো ১২০০ টাকা নিতে পারবে।

মহানগর পর্যায়ের ননএমপিও স্কুলগুলো মাসিক বেতন, অভ্যন্তরীণ পরীক্ষার ফি এবং স্কাউটস, গার্লস গাইড, বিএনসিসি ও রেডক্রিসেন্ট ফি ছাড়া বছরে ৩ হাজার ৮২৫ টাকা টিউশন ফি নিতে পারবে প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে। যদি শিক্ষার্থীদের টিফিন দেয় তাহলে মাসিক ২০০ টাকা করে বছরে আরো ২ হাজার ৪০০ টাকা নিতে পারবে।

জেলা ও উপজেলা সদর পর্যায়ের ননএমপিও স্কুলগুলো মাসিক বেতন, অভ্যন্তরীণ পরীক্ষার ফি এবং স্কাউটস, গার্লস গাইড, বিএনসিসি ও রেড ক্রিসেন্ট ফি ছাড়া বছরে একজন শিক্ষার্থীর কাছ থেকে ২ হাজার ৫৫৫ টাকা ফি নিতে পারবে। আর যদি টিফিন দেয় তাহলে ১৫০ টাকা হারে বছরে আরো ১ হাজার ৮০০ টাকা নিতে পারবে।

মফস্বল পর্যায়ের ননএমপিও স্কুলগুলো মাসিক বেতন, অভ্যন্তরীণ পরীক্ষার ফি এবং স্কাউটস, গার্লস গাইড, বিএনসিসি ও রেডক্রিসেন্ট ফি ছাড়া বছরে ১ হাজার ৭৬০ টাকা ফি নিতে পারবে প্রতি শিক্ষার্থীর কাছ থেকে। যদি শিক্ষার্থীদের টিফিন সরবরাহ করে তাহলে এর জন্য প্রত্যেকের কাছ থেকে প্রতি মাসে ১০০ টাকা করে বছরে আরো ১২০০ টাকা নিতে পারবে।

পূর্ববর্তী নিবন্ধএকমাস রাতে ৮ ঘণ্টা করে বন্ধ থাকবে রেজু ব্রিজ
পরবর্তী নিবন্ধভিডিও দেখে পাঁচজন আটক, মামলা হয়নি