ভুয়া পরিচয়পত্র দিয়ে উত্তর কোরীয় সেনাদের যুদ্ধে নামাচ্ছে রাশিয়া, বলছে ইউক্রেন

| মঙ্গলবার , ২৪ ডিসেম্বর, ২০২৪ at ১১:১৮ পূর্বাহ্ণ

উত্তর কোরিয়ার সেনাদের রাশিয়ার পক্ষে যুদ্ধ করার জন্য ভুয়া সামরিক নথি দেওয়া হয়েছে, যেখানে তাদের রুশ নাম ও জন্মস্থান উল্লেখ করা হয়েছে। ইউক্রেনীয় সামরিক বাহিনী এমনটি বলেছে। কিয়েভ আগে থেকেই দাবি করে আসছিল, রাশিয়া যুদ্ধক্ষেত্রে বিদেশি যোদ্ধাদের উপস্থিতি গোপন করার চেষ্টা করছে। খবর সিএনএনের। খবর বাংলানিউজের।

ইউক্রেনের বিশেষ আভিযানিক বাহিনী এক বিবৃতিতে রোববার বলেছে, তারা উত্তর কোরিয়ার তিন সেনাকে রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় কুরস্ক অঞ্চলে হত্যা করেছে।

তাদের নথিও জব্দ করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, তাদের সামরিক পরিচয়পত্রে সব ধরনের সিলমোহর ও ছবি অনুপস্থিত, বাবার নামের উল্লেখ রুশ প্রথায় করা হয়েছে এবং জন্মস্থান হিসেবে সাইবেরিয়ার দক্ষিণে মঙ্গোলিয়ার সীমান্তবর্তী রুশ অঞ্চল তুভা প্রজাতন্ত্রের নাম লেখা হয়েছে।

তবে বিবৃতিতে আরও বলা হয়েছে, সামরিক নথিগুলোতে সই কোরিয়ান ভাষায় রয়েছে, যা এ সৈন্যদের প্রকৃত উৎসের ইঙ্গিত দেয়। বিবৃতিতে আরও বলা হয়েছে, এ ঘটনা আবারও প্রমাণ করে যে রাশিয়া যুদ্ধক্ষেত্রে তার ক্ষয়ক্ষতি লুকাতে এবং বিদেশি উপস্থিতি গোপন করতে সম্ভাব্য সব পদ্ধতি অবলম্বন করছে। যুক্তরাষ্ট্র, ইউক্রেন ও দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থাগুলোর অনুমান অনুযায়ী, রাশিয়ায় বর্তমানে ১১ থেকে ১২ হাজার উত্তর কোরীয় সেনা রয়েছে। তাদের মধ্যে কিছু সেনা ইতোমধ্যে রুশ বাহিনীর সঙ্গে মিলে যুদ্ধে অংশ নিয়েছে, বিশেষ করে আগস্ট মাসে ইউক্রেনীয় আক্রমণে দখলকৃত কুরস্ক অঞ্চলের কিছু অংশ পুনরুদ্ধারে সহায়তা করতে।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ১২৪.২৬ কোটি টাকা
পরবর্তী নিবন্ধনিউ ইয়র্কে পাতাল ট্রেনে নারীকে আগুনে পুড়িয়ে হত্যা