আবুল হায়াত ও হাসনারা চৌধুরী স্মৃতি গোল্ড কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টে এন্ট্রি আহবান

| মঙ্গলবার , ২৪ ডিসেম্বর, ২০২৪ at ১১:১০ পূর্বাহ্ণ

কুলগাঁও জিয়ন কাঠি ক্লাব আয়োজিত আবুল হায়াত ও হাসনারা চৌধুরী স্মৃতি গোল্ড কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট আগামী ১৪ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে। এতে অংশগ্রহণে ইচ্ছুক খেলোয়াড় ও দলগুলোকে আগামী ৮ জানুয়ারির মধ্যে নিম্নলিখিত মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। যোগাযোগ: ০১৮১৭৬৬০৪৭০, ০১৮৬৮৬৩৮৭৫৮, ০১৮৬৯৯৯৪৪৮৭। টুর্নামেন্টের খেলাগুলো ইনডোর মাঠ ও আন্তর্জাতিক নিয়মে অনুষ্ঠিত হইবে। স্থান: চট্টগ্রাম সিটি করপোরেশনের অন্তর্গত ২ নং জালালাবাদ ওয়ার্ডের মধ্যম কুলগাঁও খাজা (মাজার গেইট) রোডে গুরা মিয়া স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ। টুর্নামেন্টের ইভেন্ট ও এন্ট্রি ফি : প্রবীণ দ্বৈত (বয়স ৪৫ উর্ধ্বে) ৩০০০ টাকা,পুরুষ দ্বৈত (উন্মুক্ত) ৩০০০ টাকা,পুরুষ একক (উন্মুক্ত) ২০০০ টাকা,পুরুষ দ্বৈত : (উন্মুক্ত) ৩০০০ টাকা, অনূর্ধ্ব ১৭ (উন্মুক্ত) ৩০০০ টাকা,স্থানীয় দ্বৈত (বায়েজিদ থানা) উন্মুক্ত : ২০০০ টাকা। উল্লেখ্য বয়স ভিত্তিক ইভেন্টে আইডি কার্ড/ অনলাইন জন্ম সনদের যে কোন একটির ফটোকপি এন্ট্রির সাথে জমা করতে হইবে। ট্রফির সাথে দেয়া হবে আকর্ষণীয় প্রাইজ মানি। প্রবীন দ্বৈত চ্যাম্পিয়ন ৩০ হাজার, রানার আপ ১৫ হাজার টাকা। পুরুষ দ্বৈত চ্যাম্পিয়ন ৩০ হাজার, রানার আপ: ১৫ হাজার টাকা। পুরুষ একক চ্যাম্পিয়ন ১৫ হাজার, রানার আপ ৮ হাজার টাকা, অনূর্ধ্ব ১৭ দ্বৈত চ্যাম্পিয়ন ২০ হাজার, রানারআপ ১০ হাজার টাকা। স্থানীয় দ্বৈত চ্যাম্পিয়ন ২০ হাজার ও রানার আপ ১০ হাজার টাকা।

পূর্ববর্তী নিবন্ধমুক্তকন্ঠ ফুটবলে দুটি খেলা সম্পন্ন
পরবর্তী নিবন্ধশহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফলাফল