সেন্ট্রাল প্লাজা ব্যবসায়ী সমিতির দ্বি বার্ষিক নির্বাচন ২০২৪–২০২৬ এর নবনির্বাচিত পরিষদের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার নগরীর ঐতিহ্যবাহী সেন্ট্রাল প্লাজার পার্কিং চত্তরে এই অনুষ্ঠানের আনুষ্ঠানিক কার্যক্রম সম্পন্ন হয়। মার্কেটের যুগ্ম সম্পাদক মোহাম্মদ আবু সৈয়দ ও প্রচার সম্পাদক মোহাম্মদ সোহেলের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ তহিনুর আলম (টিটু)।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে দক্ষিণের উপ পুলিশ কমিশনার শাকিলা সোলতানা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন, সিনিয়র সহ সভাপতি জাহেদুল আলম, সহ সভাপতি অধ্যাপক মোঃ ইকরামুল হক আজাদ, যুগ্ম সম্পাদক মোঃ আব্দুল গফুর পন্টি, অর্থ সম্পাদক মোহাম্মদ ফোরকান, দপ্তর সম্পাদক মোহাম্মদ সুমন মিয়া, প্রচার সম্পাদক মোহাম্মদ সোহেল, রক্ষনাবেক্ষণ ও তদারকি সম্পাদক দিদারুল আলম, আইন বিষয়ক সম্পাদক মোহাম্মদ শওকত হোসেন, নির্বাহী সদস্য মোহাম্মদ শওকত আলী, নির্বাহী সদস্য মোহাম্মদ সেলিম, নির্বাহী সদস্য মাহবুব হাসান সহ আরো অনেকে। অনুষ্ঠানে বক্তারা নবনির্বাচিত কমিটির সফলতা কামনা করে তাদের বক্তব্য প্রদান করেন। প্রেস বিজ্ঞপ্তি।