আঞ্জুমানে বারিয়া মুনিরিয়া আহমদিয়া বাংলাদেশের উদ্যোগে ও বারিয়া শফিকুল মুনির যুব কমিটি বাংলাদেশের ব্যবস্থাপনায় তিনদিনব্যাপী ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল এবং মুনিরুল উলুম বারিয়া ইসলামিয়া মাদ্রাসার ২৪তম বার্ষিক সভা ২১ ডিসেম্বর ফটিকছড়ির রাঙ্গামাটিয়া শফিকিয়া দরবার শরিফে সম্পন্ন হয়েছে। এতে সভাপতিত্ব করেন শফিকিয়া দরবার শরিফের প্রতিষ্ঠাতা শাহসুফি মাওলানা চৌধুরী মুহাম্মদ শফিকুল ইসলাম মুনিরী (মজিআ)। তিনি বলেন, ইসলামী সমাজব্যবস্থায় শরিয়ত ও ত্বরিকতের পূর্ণাঙ্গ অনুসরণের মাঝেই বিশ্বে শান্তি ফিরে আসবে।
২০ ডিসেম্বর মাহফিলে উপস্থিত ছিলেন আল্লামা মাওলানা মুহাম্মদ জুলফিকার আলী চৌধুরী, আল্লামা জয়নাল আবেদিন জুবাইর, আল্লামা মুহাম্মদ ইদ্রিস আনচারী, মুফতি মুহাম্মদ হারুনুর রশিদ ও হাফেজ কারি আহমদুল হক। এতে প্রধান অতিথি ছিলেন মাদ্রাসা শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান অধ্যাপক এ কে এম শেফায়েত উল্লাহ।
বিশেষ অতিথি ছিলেন মাদরাসা শিক্ষা বোর্ডের আলিম শাখার সিনিয়র কর্মকর্তা মিজানুর রহমান, সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী, সমাজসেবক কবির আহমেদ সিআইপি, বিএনপি নেতা সরওয়ার আলমগীর ও লেলাংয়ের সাবেক চেয়ারম্যান কুতুব উদ্দিন মুহুরী।
২১ ডিসেম্বর সমাপনী দিনে তকরির পেশ করেন ঢাকার আল নূর মাদ্রাসার প্রিন্সিপল মানজুর হোসাইন খন্দকার ও আল্লামা গাজী মুহাম্মদ শফিউল আলম নিজামী। বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আরাফাতুল আলম নয়ন, মৌলভীবাজার বড়লেখা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ জিয়াউল হক, শাহজাদা মাওলানা কাজী মুহাম্মদ আবু জাফর মুনিরী, শাহজাদা মাওলানা আবু বক্কর মুনিরী, শাহজাদা আবু মোহছেন মুনিরী, আঞ্জুমানে বারিয়া মুনিরীয়া আহমদিয়া বাংলাদেশের মহাসচিব মাওলানা হাবিব আহমদ মুনিরী প্রমুখ। মাহফিল উদ্বোধন করেন মুনিরুল উলুম বারিয়া ইসলামিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ হাফেজ কারি মাওলানা মুহাম্মদ ফখরউদ্দীন কাদের চৌধুরী।
তত্ত্বাবধানে ছিলেন বারিয়া শফিকুল মুনির যুব কমিটি বাংলাদেশের চেয়ারম্যান শাহাজাদা মোহাম্মদ সালাহ উদ্দিন কাদের চৌধুরী। সঞ্চালনায় ছিলেন মাওলানা রিয়াজ মাহমুদ। প্রেস বিজ্ঞপ্তি।