সিটি করপোরেশন পরিচালিত শ্রীশ্রী অভয়মিত্র মহাশ্মশান পরিচালনা পরিষদের উদ্যোগে আসন্ন শ্রীশ্রী পার্বতী সুহৃদ মাতার তিরোধান দিবস উপলক্ষে এক প্রস্তুতি সভা গত ২১ ডিসেম্বর সন্ধ্যায় নগরীর বলুয়ারদীঘি পাড়স্থ পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন অঁভয়মিত্র মহাশ্মশান পরিচালনা পরিষদের সভাপতি আশুতোষ দে। পরিষদের সাধারণ সম্পাদক সৌরভ প্রিয় পালের সঞ্চালনায় প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন পরিষদের উপদেষ্টা সমাজসেবক অরূপ রতন চক্রবর্তী, উপদেষ্টা উত্তম কুমার চক্রবর্তী, উপদেষ্টা প্রদীপ বিশ্বাস, উপদেষ্টা সজল চৌধুরী, উপদেষ্টা দেবব্রত পাল দেবু, পৃষ্ঠপোষক কৃষ্ণ প্রসাদ ধর, সিনিয়র সহ–সভাপতি প্রশান্ত কুমার পান্ডে, সহ–সভাপতি পলাশ চৌধুরী, দীপক চৌধুরী কালু, যুগ্ম সম্পাদক সুমন ঘোষ বাদশা, ডা. রাজীব বিশ্বাস, উজ্জ্বল পাল চৌধুরী ও অপু চৌধুরী আকাশ, অর্থ সম্পাদক সুজন দাশ, সাংগঠনিক সম্পাদক বিপ্লব চৌধুরী বিল্লু, প্রচার সম্পাদক এস প্রকাশ পাল, দপ্তর সম্পাদক সুব্রত আইচ, সহ–সাংস্কৃতিক সম্পাদক সঞ্জয় দেওয়ানজী, সদস্য বিক্রম দাশ, পলাশ চৌধুরী, আদিনাথ ধর প্রমুখ। সভায় বক্তারা আগামী ২৬ থেকে ৩০ ডিসেম্বর চারদিনব্যাপী পার্বতী সুহৃদ মাতার তিরোধান উৎসব সুষ্ঠু ও সুন্দরভাবে উদ্যাপনে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন। ১ম দিবসে উৎসবের ধর্মসম্মেলনে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। প্রেস বিজ্ঞপ্তি।