ভাতা বৃদ্ধিসহ তিন দফা দাবিতে গতকাল কর্মবিরতি পালন করেছেন বেসরকারি পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি চিকিৎসকরা। গত শনিবার থেকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ওয়ার্ডে আসছেন না বেসরকারি চিকিৎসকরা। চিকিৎসকদের দাবিগুলো হল মাসিক ভাতা ৫০ হাজার টাকা করা, নিয়মিত প্রদান এবং সকল ট্রেইনি চিকিৎসকদের বকেয়া দ্রুততম সময়ে পরিশোধ করা। অবশ্য চমেক হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, সরকারি পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি চিকিৎসকরা ওয়ার্ডে কাজ করছেন। ফলে হাসপাতালের কার্যক্রম স্বাভাবিক রয়েছে। রোগীদের সেবা পেতে বিঘ্ন ঘটছে না। জানা গেছে, বর্তমানে চমেক হাসপাতালে প্রায় তিনশ জন বেসরকারি পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি চিকিৎসক রয়েছেন। তারা গত শনিবার সকাল থেকে ওয়ার্ডে আসেননি, কর্মবিরতি পালন করছেন। এ ব্যাপারে চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিন বলেন, বেসরকারি চিকিৎসকরা কর্মবিরতি পালন করছে। তবে আমাদের হাসপাতালের এ কোনো প্রভাব এখনো পড়েনি।