চকবাজার ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ফেনী থেকে গ্রেপ্তার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলি বর্ষণের অভিযোগ

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২৪ ডিসেম্বর, ২০২৪ at ৬:০৮ পূর্বাহ্ণ

নগরীর ষোলশহরসহ বিভিন্ন এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে গুলি বর্ষণের অভিযোগে স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম মিঠুন চক্রবর্তী। তিনি নগরীর চকবাজার ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি।

গত রোববার বিশেষ অভিযান পরিচালনা করে ফেনী সদরের সুলতানপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। নগর পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মিঠুন গত ১৬ জুলাই দুপুর আড়াই টার দিকে নগরীর ষোলশহর দুই নম্বর গেটের চিটাগাং শপিং কমপ্লেক্সের সামনে রাস্তার সহযোগীদের নিয়ে ছাত্রদের প্রতিরোধের উদ্দেশ্যে গাড়ি ভাঙচুর ও ছাত্রজনতার উপর উপর হত্যার উদ্দেশ্যে গুলিবর্ষণ করে। তারা লাঠিসোটা, দেশীয় অস্ত্রসস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে অতর্কিত হামলা করে।

এছাড়া ককটেল ফাটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করে। মিঠুন চক্রবর্তী জুলাইআগস্ট মাসে সংঘটিত বৈষম্যবিরোধী আন্দোলনের সময় নিজে সরাসরি পিস্তল দিয়ে ছাত্রদের উপর নির্বিচারে গুলি চালিয়েছে জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে এ সংক্রান্ত ছবি প্রকাশ পেয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তারকৃত মিঠুন চক্রবর্তী পাঁচলাইশ থানাধীন কাতালগঞ্জ ও চকবাজার এলাকায় ত্রাস সৃষ্টিকারী হিসেবে চিহ্নিত চাঁদাবাজ, সরকারি জমির অবৈধ দখলদার, টেন্ডারবাজ ও ১৬ নং চকবাজার ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নুর মোস্তাফা টিনুর সহযোগী। এই মিঠুন চক্রবর্তী পাঁচলাইশ থানার একটি মামলার এজাহারনামীয় আসামি উল্লেখ করে পুলিশের বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, মামলাটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংক্রান্ত। মিঠুন চক্রবর্তী যে পিস্তল দিয়ে গুলি চালিয়েছে সেটি উদ্ধার হয়েছে কী না জানতে চাইলে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলাইমান দৈনিক আজাদীকে বলেন, অস্ত্র উদ্ধার করা এখনো (গত রাত সাড়ে আটটা) সম্ভব হয়নি। অস্ত্র উদ্ধারে আমাদের অভিযান চলছে।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে জামায়াত নেতাকে এলোপাতাড়ি কোপালো সন্ত্রাসীরা
পরবর্তী নিবন্ধসিকদার গ্রুপের স্থাবর সম্পদ জব্দের আদেশ