চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় পোশাক শ্রমিকের মৃত্যু

| শনিবার , ২১ ডিসেম্বর, ২০২৪ at ৯:৫৩ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরের কোতোয়ালী এলাকায় সড়ক দুর্ঘটনায় সুজন বড়ুয়া (৩৩) নামে এক পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২১ ডিসেম্বর) সন্ধ্যার দিকে নগরীর কোতোয়ালী থানাধীন নতুন ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম।

নিহত সুজন বড়ুয়া চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরা ইউনিয়নের বড়ুয়ার টেক এলাকার সন্তোষ বড়ুয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত সুজন বড়ুয়া চট্টগ্রামের ইপিজেড এলাকায় একটি পোশাক কারখানায় চাকরি করেন। শুক্রবার বন্ধ থাকায় গত বৃহস্পতিবার ডিউটি শেষে বোয়ালখালীর নিজ বাড়িতে যান। ছুটি শেষে আজ শনিবার ডিউটিতে যোগদান করার জন্য শুক্রবার সন্ধ্যায় বোয়ালখালী থেকে নতুন ব্রিজ আসেন। সেখান থেকে ইপিজেড এলাকায় ভাড়া বাসা যাওয়ার কথা ছিল তার।

কিন্তু নতুন ব্রিজ থেকে মাহিন্দ্রাযোগে নিউ মার্কেট যাওয়ার পথে একটি অজ্ঞাত গাড়ি ধাক্কা দিলে গুরুতর আহত হন সুজন। সেখান থেকে স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম, নিহতের স্বজনরা হাসপাতাল থেকে আবেদনের প্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই নিয়ে যায়। এ ঘটনায় এখনো পর্যন্ত থানায় অভিযোগ কিংবা মামলা হয়নি।

পূর্ববর্তী নিবন্ধসড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ফটিকছড়ির যুবক আরিফের
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলার আসামি গ্রেফতার