চট্টগ্রামে অপহৃত শিশু ঢাকায় উদ্ধার, গ্রেপ্তার ১

| শনিবার , ২১ ডিসেম্বর, ২০২৪ at ২:৩৯ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরী থেকে অপহৃত এক শিশুকে ঢাকা থেকে উদ্ধার করেছে চট্টগ্রামের চান্দগাঁও থানা পুলিশের একটি দল।

ঢাকার বসুন্ধরা থেকে শুক্রবার রাতে শিশুটিকে উদ্ধারের পাশাপাশি অপহরণকারী একজনকে গ্রেপ্তারও করা হয় বলে জানান চান্দগাঁও ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন

গ্রেপ্তারকৃত আসামি হলেন – সুনামগঞ্জ জেলার ছাতক থানার ভাতগাঁও এলাকার আব্দুল হামিদের ছেলে মমিনুল ইসলাম সোহাগ (২৩)।

চান্দগাঁও ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন বলেন, চান্দগাঁও থানা এলাকা থেকে এক শিশুকে অপহরণ করা হয়েছিল। এ ঘটনায় থানায় একটি মামলা হয়। পরে ঢাকার বসুন্ধরা এলাকায় অভিযান চালিয়ে ভিকটিমকে উদ্ধারসহ অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়।

পূর্ববর্তী নিবন্ধচকরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফেনী থেকে গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধউখিয়ায় খোলাবাজারে টিসিবি পণ্য বিক্রি, তিন ব্যবসায়ীকে জরিমানা