নগরীর থিয়েটার ইন্সটিটিউটের গ্যালারি হলে গতকাল শুক্রবার অনুষ্ঠিত হয় সদারঙ্গ উচ্চাঙ্গ সংগীত পরিষদের নিয়মিত আয়োজন দ্বি–মাসিক শাস্ত্রীয় সংগীতের অনুষ্ঠান। শুরুতে সদ্যপ্রয়াত বিশ্ববিখ্যাত তবলা কিংবদন্তি উস্তাদ জাকির হোসেন ও বরেণ্য শাস্ত্রীয় সংগীতগুরু উস্তাদ মিহির লালার স্মৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। শিল্পী অর্পিতা দেবী দোলার সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন, সদারঙ্গের সহসভাপতি ড. সহিদ উল্যাহ লিপন ও সাধারণ সম্পাদক সমীর চক্রবর্তী। রাগ সঙ্গীতানুষ্ঠানের শুরুতে, বিহাগ রাগে খেয়াল পরিবেশন করেন শিল্পী রাজশ্রী বিশ্বাস। শিল্পীর পরিবেশনায় বিশেষ দিক হল – বিলম্বিতের বিস্তার অংশ অত্যন্ত মনোরম ছিল। সাবলীল তান–সরগম এবং পুকারের আর্তিতে বিহাগের করুণ রূপকে সুন্দরভাবে ফুটিয়ে তুলেন অবলিলায়। তবলায় সহযোগিতা করেন রাজীব চক্রবর্তী, তানপুরায় মীর এনায়েত উল্লাহ সানি। এরপর বেহালায় রাগ কলাশ্রীতে মুগ্ধ করেন শিল্পী আশীষ বসাক।
পরে তিনি একটি ধুন পরিবেশন করেন। তবলায় ছিলেন শিল্পী রাজিব চক্রবর্তী। প্রেস বিজ্ঞপ্তি।