নেপালকে উড়িয়ে দিয়ে ফাইনালে বাংলাদেশ

অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপ

ক্রীড়া প্রতিবেদক | শনিবার , ২১ ডিসেম্বর, ২০২৪ at ১১:০১ পূর্বাহ্ণ

এবারের অনূর্ধ্ব১৯ নারী এশিয়া কাপের গ্রুপ পর্বে টাইগার নারীরা ছিল দুর্দান্ত। গ্রুপ সেরা হয়ে সুপার ফোর পর্বে জায়গা করে নেওয়ার পর অবশ্য ভারতের কাছে হেরে বসে সুপার ফোরের প্রথম ম্যাচে। তাও বেশ বড় ব্যবধানে। তাই বাংলাদেশ দলের ফাইনাল খেলাটা অনেক “যদি কিন্তুর” উপর নির্ভর করছিল। শেষ পর্যন্ত নেপালকে হারিয়ে ফাইনালে জায়গা করে নিল বাংলাদেশের তরুনীরা। গতকাল অনূর্ধ্ব১৯ উইমেন’স এশিয়া কাপের সুপার ফোর পর্বের দ্বিতীয় ম্যাচে নেপালকে ৯ উইকেটে উড়িয়ে দিল বাংলাদেশ। কুয়ালালামপুরে গতকাল শুক্রবার বৃষ্টির কারণে ১১ ওভারে নেমে আসা ম্যাচে ৫৪ রান করতে সক্ষম হয় নেপাল। আর বাংলাদেশ তা টপকে যায় মাত্র ৯.৫ ওভারে। আর তাতেই ফাইনাল নিশ্চিত হয়ে যায় টাইগার তরুনীদের। একই মাঠে আগামীকাল রোববার শিরোপা নির্ধারণী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত।

টস জিতে নেপালকে ব্যাটিংয়ে পাঠিয়ে শুরু থেকেই চেপে ধরে বাংলাদেশের বোলাররা। নেপালের ভুলও অবশ্য কম ছিল না। প্রথম ছয় ওভারের মধ্যে তারা হারায় ৪ উইকেট। এর তিনটিই রান আউট। দ্বিতীয় উইকেটে ইনিংসের সর্বোচ্চ ১৯ রানের জুটি গড়েন পূজা মাহাতো ও সাবিত্রি ধামি। দুই অঙ্ক ছোঁয়া একমাত্র ব্যাটার ধামি করেন ১২ বলে ১১ রান। একটি চার মেরেছেন তিনি। দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ৯ রান আসে অধিনায়ক পুজা মাহাতোর ব্যাট থেকে। বাংলাদেশের পক্ষে ১টি করে উইকেট নিয়েছেন ফারজানা ইয়াসমিন, আনিসা আক্তার, ফাহমিদা ছোঁয়া ও হাবিবা ইসলাম।

৫৫ রানের ছোট লক্ষ্য । আর সে লক্ষ্য তাড়া করতে নেমে দারুণ শুরু করেন ফাহমিদা এবং মোসাম্মত ঈভা। প্রথম ওভারের শেষ বলে বাউন্ডারি মারেন ফাহমিদা। এক ওভার পর তিনি মারেন আরেকটি চার। পঞ্চম ওভারে ম্যাচের একমাত্র ছক্কা আসে ঈভার ব্যাট থেকে। অষ্টম ওভারে কুসুম গোদারের বলে বোল্ড হন ২১ বলে ১৮ রান করা ঈভা। একটি ছক্কা মেরেছেন তিনি। ৪৬ রানে ভাঙে বাংলাদেশের উদ্বোধনী জুটি। এরপর দলকে জিতিয়ে মাঠ ছাড়েন ফাহমিদা। ৩ টি চারের সাহায্যে ৩২ বলে ২৬ রানের ইনিংস খেলেন টাইগারদের এই ওপেনার। সুমাইয়া আক্তার অপরাজিত থাকেন ৬ বলে ১০ রান করে। বল হাতে ১ উইকেটের পর ব্যাটিংয়ে ২৬ রানের সৌজন্যে ম্যাচ সেরার পুরস্কার জেতেন ফাহমিদা ছোঁয়া। কিছুদিন আগে দুবাইয়ে ভারতকে হারিয়ে ছেলেদের অনূর্ধ্ব১৯ এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। এবার নারীদের পালা। দেখার অপেক্ষা মেয়েরাও পারে কিনা ছেলেদের পথে হাটতে।

পূর্ববর্তী নিবন্ধজাকের আলিকে সুপারস্টার খেতাব দিলেন ধারাভাষ্যকাররা
পরবর্তী নিবন্ধসদারঙ্গের শাস্ত্রীয় সংগীতানুষ্ঠান