দেশীয় ঐতিহ্যকে ধারণ আবহমান বাংলার সংস্কৃতি প্রান্তিক পর্যায়ে মাটি–মানুষের মিতালী যেন চির অম্লান করে রাখতে পিঠা উৎসব। ‘শীত জমেছে ভাই, পিঠা পুলি খাই’–এই প্রতিপাদ্যে আনোয়ারায় এনসিসি ব্যাংকের আয়োজনে অনুষ্ঠিত হলো দিনব্যাপী শীতকালীন পিঠা উৎসব। গতকাল শুক্রবার উপজেলার কালা বিবির দীঘি এলাকায় এই পিঠা উৎসবের আয়োজন করা হয়। উৎসবে গ্রাম বাংলার ঐতিহ্যের শীতকালীন খেজুর রস, ভাপা পিঠা, চিতই পিঠা, দুধপুলি, সেমাই পিঠা, পাকান পিঠা, নকশি পিঠা, পাটিসাপটা, পায়েস, ভাজা পিঠাসহ হরেক রকমের বাহারী পিঠা স্হান পায়। পিঠা উৎসবে অতিথিদের মাঝে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী এস এম জাহাঙ্গীর, মীর মোশাররফ হোসেন, মোবাশ্বের হোসেন মন্টু, আনোয়ারা ডেইরী ফার্মাস এসোসিয়েসনের সভাপতি নুরুল হুদা, শিশু সাহিত্যিক শহিদুল ইসলাম শহীদ, আজিজুল কদির, ব্যবসায়ী এম এ তাহের, এড. নটু চৌধুরী, মোহাম্মদ জামিল উদ্দিন চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজকর্মী মোহাম্মদ সায়েদুজ্জামান চৌধুরী, মোহাম্মদ ফরহাদ খান, মো. মহসিন, মোহাম্মদ আবছার করিম, মো. জসিম উদ্দিন, নোমান চৌধুরী, লিটন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।