সংস্কারের অজুহাতে নির্বাচন বিলম্বিত করার ষড়যন্ত্র জনগণ মেনে নেবে না উল্লেখ করে বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেছেন, সব ক্ষেত্রে সংস্কার করার নামে সময় ক্ষেপণ করা অন্তর্বর্তী সরকারের কাজ নয়। অন্তর্বর্তী সরকারের কাজ হচ্ছে অতি দ্রুত প্রয়োজনীয় সংস্কার শেষ করে নির্বাচনের ব্যবস্থা করা। জনগণ কর্তৃক নির্বাচিত সরকার পরবর্তীতে সংস্কার কাজ সম্পন্ন করবে।
গতকাল বিকাল ৩টায় নগরীর কাজীর দেউরী ভিআইপি টাওয়ারে নিজ নির্বাচনী এলাকা চট্টগ্রাম–১০ এর আওতাধীন ১২নং সরাইপাড়া ওয়ার্ড বিএনপি কর্তৃক আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
আবদুল্লাহ আল নোমান বলেন, বিএনপি দেশের জনগণকে সাথে নিয়ে ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য দীর্ঘ ১৭ বছর সংগ্রাম করেছে। বিএনপির এই সংগ্রাম এখনো চলমান আছে। ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত বিএনপির সংগ্রাম চলতে থাকবে। আওয়ামী লীগ ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে দীর্ঘ ১৬ বছর ক্ষমতাকে কুক্ষিগত করে গণতন্ত্রের কবর রচনা করেছে। গণতন্ত্র এখনো পুনরুদ্ধার হয়নি। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রে প্রত্যাবর্তন করতে হবে।
পাহাড়তলী থানা বিএনপির সাবেক সভাপতি শামসুল আলমের সভাপতিত্বে কর্মী সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি নেতা সাঈদ আল নোমান, সরাইপাড়া ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি খাজা আলাউদ্দীন, সাবেক সাধারণ সম্পাদক আশরাফ খান, পাহাড়তলী থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনিসুজ্জামান পাটোয়ারী টুটুল, মহিলা দল নেত্রী খালেদা বুরহান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।