বিএনপি কখনো দলীয় স্বার্থ হাসিল করেনি : রিজভী

| শনিবার , ২১ ডিসেম্বর, ২০২৪ at ১০:৪৬ পূর্বাহ্ণ

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আন্দোলনসংগ্রাম থেকে কখনও পিছপা হয়নি বিএনপি। অনেকে অনেক কিছু করেছে কিন্তু বিএনপি কখনও দলীয় স্বার্থ হাসিল করেনি।

জাতির প্রত্যেকটি অর্জনে গর্ব করার দল হচ্ছে বিএনপি। ১৯৭১, ১৯৭৫এর ৭ নভেম্বর, ১৯৯০ এবং ২০২৪এর গণঅভ্যুত্থানে বিএনপির ছিল গৌরবোজ্জ্বল অবদান। গতকাল শুক্রবার রাজধানীর মোহাম্মদপুরে চব্বিশের ছাত্রজনতার গণআন্দোলনে শহীদদের পরিবারের সাথে সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন। খবর বাংলানিউজের। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানএর নির্দেশনায় এ সাক্ষাৎপর্ব অনুষ্ঠিত হয়। রুহুল কবির রিজভী বলেন, আওয়ামী লীগের কৃতকর্মের প্রতিবাদ ছিল সাত নভেম্বর। এরশাদকে জাতীয় বেঈমান বলে ২৪ ঘণ্টার মধ্যে এরশাদের দলে ভিড়েছেন শেখ হাসিনা। ৯০ নিয়েও গর্ব করতে পারে না আওয়ামী লীগ। ৫ আগস্টের আন্দোলন শেখ হাসিনার গর্ব করার নয়; পালিয়ে যাওয়ার ইতিহাস।

পূর্ববর্তী নিবন্ধঅ্যাপেক্স ক্লাব অব বাংলাদেশের ৪৪তম ডিস্ট্রিক্ট কনভেনশন
পরবর্তী নিবন্ধখুনি সাদপন্থিদের গ্রেপ্তার করে দ্রুত বিচারের আওতায় আনতে হবে