নগরের পলোগ্রাউন্ড বহুমুখী উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা গত ১৪ ডিসেম্বর অনুষ্ঠিত হয়। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক মোহাম্মদ জানে আলম। এতে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য মো. আবদুল মান্নান।
সিনিয়র শিক্ষক সৈয়দ মোহাম্মদ খালেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক মীর মোহাম্মদ আবদুল মোন্এম, মো. মেজবাহুল হক, কাঞ্চন কান্তি মহাজন, সীমা ভট্টাচার্য্য, রফরফের নূর ছিদ্দিকা, শিপ্রা চৌধুরী, সুমাইয়া আক্তার জাহান, যাহিদুল ইসলাম, মো. শাহিদ ও এসএম বোরহান উদ্দিন। প্রেস বিজ্ঞপ্তি।