চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল কার্যনির্বাহী কমিটির নির্বাচন উপলক্ষে সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন, অধ্যক্ষ ড. লায়ন মুহাম্মদ সানাউল্লাহ, মোহাম্মদ রেজাউল করিম আজাদ পরিষদ প্রার্থীদের মতবিনিময় সভা গতকাল শুক্রবার নগরীর মেহেদীবাগস্থ নির্বাচন কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট প্রার্থী সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন, ভাইস প্রেসিডেন্ট প্রার্থী আবদুল মান্নান রানা, ডা. মোহাম্মদ ফারভেজ ইকবাল শরীফ, ডা. একেএম ফজলুল হক, জেনারেল সেক্রেটারি প্রার্থী মোহাম্মদ রেজাউল করিম আজাদ, জয়েন্ট জেনারেল সেক্রেটারি সৈয়দ মো. আজিজ নাজিম উদ্দিন, ট্রেজারার প্রার্থী অধ্যক্ষ লায়ন ড. মোহাম্মদ সানাউল্লাহ, জয়েন্ট ট্রেজারার প্রার্থী লায়ন এস. এম কুতুব উদ্দীন, অর্গানাইজিং সেক্রেটারি প্রার্থী মোহাম্মদ সাগির, স্পোর্টস এন্ড কালচারাল সেক্রেটারি প্রার্থী ডা. ফজল করিম বাবুল, ডোনার মেম্বার ইঞ্জিনিয়ার লায়ন মোহাম্মদ জাবেদ আবছার চৌধুরী, ডোনার মেম্বার মোহাম্মদ হারুন ইউছুফ, ইসি মেম্বার প্রার্থী মোহাম্মদ আবুল হাসেম, ডা. মোহাম্মদ আব্বাস উদ্দিন, ডা. মোহাম্মদ ইউসুফ, ডা. মোহাম্মদ ইব্রাহিম চৌধুরী, তারিকুল ইসলাম তানভীর, ডা. মোহাম্মদ বেলায়ত হোসেন ঢালী, ডা. এটিএম রেজাউল করিম, ডা. শাহ নেওয়াজ সিরাজ, মোহাম্মদ সাইফুল আলম, ডা. মোহাম্মদ সরোয়ার আলম, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ভাইস–প্রেসিডেন্ট (ডোনার) ডা. কামরুন নাহার দস্তগীর, জয়েন্ট জেনারেল সেক্রেটারি (ডোনার) মোহাম্মদ শহীদ উল্লাহ, জয়েন্ট জেনারেল সেক্রেটারি জাহিদুল হাসান, ডোনার মেম্বার আলমগীর ইসলাম বঈদী।
বক্তারা বলেন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল নির্বাচনের প্রাক্কালে ঐতিহাসিক অর্জন–ডেন্টাল ইউনিট অনুমোদনে মোরশেদ, সানাউল্লাহ, আজাদের ভূমিকা অবিস্মরণীয় বলা যায়। এমন একটি সময়ে এই সফলতা অর্জিত হয়েছে যে সময়ে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের বহুল প্রতীক্ষিত নির্বাচন। আজীবন সদস্যদের সরাসরি ভোটে নির্বাচিত হবে হাসপাতালের নতুন নেতৃত্ব। ডেন্টাল ইউনিটের অনুমোদন এই হাসপাতালের ইতিহাসে একটি মাইলফলক। দীর্ঘদিনের পরিশ্রম এবং অধ্যাবসায়ের মাধ্যমে এই সাফল্য অর্জন সম্ভব হয়েছে। বিশেষ করে ভারপ্রাপ্ত সফল সভাপতি সৈয়দ মোরশেদ হোসেন ও জেনারেল সেক্রেটারি রেজাউল করিম আজাদ ও ড. মোহাম্মদ সানাউল্লাহ সহ তাদের পুরো প্যানেলের আন্তরিক ভূমিকার কারণে। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজে ডেন্টাল ইউনিট–একাডেমিক অনুমোদনের মাধ্যমে নতুন দিগন্তের সূচনা। নেতৃবৃন্দরা উন্নয়নের ধারা অব্যাহত রাখতে উক্ত পূর্ণ পরিষদকে বিজয়ী করার আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।