রাঙামাটিতে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) প্রায় ২ কোটি টাকার বিদেশি সিগারেটসহ এক জনকে আটক করেছে। গতকাল শুক্রবার ভোরে জেলা শহরের ভেদভেদী এলাকা থেকে এসব সিগারেট জব্দ করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি দৌস মোহাম্মদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোরে সরকারি শুল্কবিহীন বিদেশি সিগারেটসহ রাঙামাটি জেলা শহরের ভেদভেদী এলাকা থেকে একজনকে আটক করা হয়। ভারত থেকে আনা এ সকল সিগারেট অভিনব কায়দায় চট্টগ্রামে পাচারের জন্য বস্তাবন্দি করা হয়। ওসি জানান, আমরা গ্যাসের সিলিন্ডার ভর্তি একটি ট্রাক থামিয়ে তল্লাশি চালিয়ে ১৬০ কার্টুন অবৈধ সিগারেটসহ জুয়েল নামের এক ব্যক্তিকে হাতেনাতে আটক করেছি। জব্দ সিগারেটের বাজার মূল্য ১ কোটি ৯২ লাখ টাকা বলেও জানান তিনি।