বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত ইয়ং টাইগার্স অনূর্ধ্ব–১৮ ক্রিকেট টুর্নামেন্টের চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে চাঁদপুর জেলা দল। গতকাল এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনালে চাঁদপুর জেলা দল ৮ উইকেটে ফেনী জেলা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। টসে জিতে ব্যাট করতে নামা ফেনী জেলা দল শুরুটা ভাল করতে না পারলেও দলের প্রথম সারির চার ব্যাটার বেশ ভালভাবেই এগিয়ে নিয়ে যাচ্ছিল দলকে। এক পর্যায়ে মনে হচ্ছিল দুইশর কাছাকাছি যাবে ফেনী জেলা দলের ইনিংস। কিন্তু শেষ দিকের ছয় ব্যাটার আউট হয়েছে মাত্র ২৪ রানে। ফলে ১৫০ রানে থামে ফেনী জেলা দলের ইনিংস। দলের পক্ষে সর্বোচ্চ ৪৪ রান করে সাইফুল্লাহ। এছাড়া দুই অংকের ঘঢ়রে যেতে পেরেছে মাত্র আর তিনজন। তারা হলেন ১৫ রান করা আবরার, ২৬ রান করা আশরাফুল এবং ১৭ রান করা আলামিন। চাঁদপুর জেলা দলের পক্ষে ৩টি উইকেট নিয়েছে অনিমেশ। এছাড়া ২টি করে উইকেট নিয়েছে সালমান এবং আল আমিন বেপারি। ১৫১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে কোন রান যোগ হওয়ার আগেই তানজিলকে হারায় চাঁদপুর। ২২ রানে হারা আরো একটি উইকেট। তবে এরপর মাহমুদুল হাসান এবং সালমান জাহান জুটি বেধে ৫ উইকেটে দলকে জয়ের লক্ষ্যে পৌছে দেয়। মাহমুদুল হাসান ৯৮ ৩টি চারের সাহায্যে বলে ৫১ রান করে এবং সালমান জাহান ৭৬ বলে ৮টি চার এবং একটি ছক্কার সাহায্যে ৬৩ রান করে অপরাজিত থাকে। এছাড়া ২৪ বলে ১৮ রান করে শহীদ আফ্রিদি। ফেনী জেলা দলের পক্ষে একটি করে উইকেট নিয়েছে সিরাজুল এবং সায়মন। ফাইনালের ম্যাচের সেরা হয়েছে সালমান জাহান। খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরষ্কার বিতরন করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক এবং মেডিকেল কমিটির চেয়ারম্যান মনজুর আলম। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের প্রতিনিধি এবং নির্বাহি ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম ভুইয়া। বিসিবির পরিচালক মনজুর আলম তার বক্তব্যে বলেণ বাংলাদেশ ক্রিকেট বোর্ড চেষ্টা করছে তৃণমূল থেকে ক্রিকেটার তুলে এনে জাতীয় দলের পাইপ লাইন শক্তিশালী করতে। তিনি বলেন আমাদের তরুণ ক্রিকেটাররা আন্তর্জাতিক পর্যায়েও ভাল করছে। সম্প্রতি আমরা অণূর্ধ্ব–১৯ এমিয়া কাপ জিতে এসেছি। তিনি বলেন চট্টগ্রামের ক্রিকেটের হারানো গৌরব ফিরিয়ে আনতে আমাদেরকে একসাথে কাজ করতে হবে। তিনি স্টার সামার বা স্টার যুব টুর্নামেন্টের মত টুর্নামেন্ট আবার চালু করতে চান। বিশেষ করে বয়স ভিত্তিক ক্রিকেটকে গুরুত্ব দিয়ে চট্টগ্রাম থেকে ক্রিকেটার বের করে আনার কার্যক্রম পরিচালনা করতে চান। বিসিবির এক্সিকিউটিভ শাহীন হোসেনের পরিচালনা পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেণ জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার ফজলে বারী খান রুবেল, সিকেজেকএস কাউন্সিলর জি এম হাসান, শওকত হোসাইন, সাইফুল আলম খান, আলী হাসান রাজু, সোহেল আহমেদ, চট্টগ্রাম মোহামেডানের কর্মকর্তা আবু মোরশেদ, চট্টগ্রাম বিভাগীয় কোচ মোমিনুল হক, চট্টগ্রাম জেলা কোচ মাহবুবুল করিম মিঠু সহ ফেনী এবং চাঁদপুর জেলা কোচ।