চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাব ব্লুজের এক সভা গতকাল সদরঘাটস্থ ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে ক্লাবের কর্মকর্তারা বক্তব্য রাখেন। সভায় সভাপতিত্ব করেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম। সভায় সর্ব সম্মতক্রমে বিশিষ্ট ক্রীড়ানুরাগী এবং ক্রীড়া সংগঠক ব্যারিস্টার মীর হেলাল উদ্দিনকে মোহামেডান ব্লুজের গভর্নিং বডির চেয়ারম্যান নির্বাচিত করা হয়। সভায় ক্লাব কার্যক্রমে তার সাফল্য কামনা করা হয়। সভায় আশা প্রকাশ করা হয় তার নেতৃত্বে মোহামেডান ব্লুজ সামনের দিকে এগিয়ে যাবে।