মহান বিজয় দিবসে রামপুর উদিচী সংসদের ক্রীড়া প্রতিযোগিতা

| শুক্রবার , ২০ ডিসেম্বর, ২০২৪ at ৭:৩৩ পূর্বাহ্ণ

মহান বিজয় দিবস উপলক্ষে রামপুর উদিচী সংসদ ও বড়পুকুর পাড় সমাজ কল্যাণ পরিষদের যৌথ উদ্যোগে ফুটবল, সাঁতার ও হাঁস প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করা হয়। এতে বিজয়ী মো. সাজ্জাদ ও ইমনের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের বিশেষ অতিথি চট্টগ্রাম লিবার্টি স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাহবুবুর রহমান সেলিম। উদিচী সংসদের আহবায়ক মো. বেলালের সভাপতিত্বে উদিচী সংসদের সদস্য সচিব মো. সাইফুল ইসলামের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন রামপুর সমাজকল্যাণ পরিষদের সাবেক সভাপতি ও উদীচি সংসদের উপদেষ্ঠা মো. জাহাঙ্গীর আলম। উপস্থিত ছিলেন দক্ষিণ বড়পুকুরপাড় সমাজকল্যাণ পরিষদের উপদেষ্টা হাজী ইউনুছ কোং, উপদেষ্টা ইদ্রিস আলম, সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম, সাবেক সাধারন সম্পাদক ফরিদুল আলম, সাবেক সাংগঠনিক সম্পাদক মো. শওকত, বিজয় দিবস উদযাপন কমিটির চেয়ারম্যান মো. আলমগীর কোং, কোচেয়ারম্যান মো. ইকবাল, সচিব মো. ইব্রাহিম মিয়া, মো. মোজাহের, মো. সেলিম, জুনায়েদ আহমেদ, আরমান, সাজ্জাদ, আরাফাত, মুনতাসির, হৃদয়, রাকিব প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধসুপার ফোরে ভারতের কাছে হার বাংলাদেশের
পরবর্তী নিবন্ধবাংলাদেশের হয়ে খেলার অনুমতি পেয়েছেন হামজা চৌধুরী