অনূর্ধ্ব–১৯ নারী এশিয়া কাপ টুর্নামেন্টের গ্রুপ পর্বে টানা দুই জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার ফোর পর্বে উঠেছিল বাংলাদেশ । কিন্ত সুপার ফোর পর্বে গিয়ে কঠিন বাস্তবতার তেতো স্বাদ পেল এবার। ভারতের সামনে সেভাবে লড়াই জমাতেই পারল না তারা। সুপার ফোর পর্বের প্রথম ম্যাচে বাংলাদেশকে ৮ উইকেটে উড়িয়ে দিল ভারত। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ নির্ধারিত ২০ ওভারে সংগ্রহ করেছিল ৮০ রান। আর সে লক্ষ্য তাড়া করে ভারত জিতে যায় ৪৭ বল বাকি রেখেই।
টস হেরে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের শুরুটা খারাপ ছিল না। উদ্বোধনী জুটিতে ফাহমিদা ছোঁয়া ও মোসাম্মৎ ইভা তোলেন ২৭ রান। তবে এই জুটি ভাঙার পর থেকে একের পর এক উইকেটের পতন হতে থাকে দ্রুত। তিনটি চারের সাহায্যে ১৪ রান করে আউট হন ইভা। ১০ রানে ফিরেন ছোঁয়া। এরপর খুব বেশিক্ষণ টিকতে পারেননি কিপার সুমাইয়া আক্তার ও অধিনায়ক সুমাইয়া আক্তার। আগের ম্যাচে ৪৫ রান করে ম্যাচ–সেরা হওয়া জান্নাতুল মাওয়া এবার করেছেন কেবল ৪ রান। সেই ম্যাচে ১৯ বলে ৩১ রান করা সাদিয়া আক্তার এবার ফিরেন ২ রানেই। ১৯ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। দুই ওপেনারের পর দুই অঙ্ক ছুঁতে পারেন কেবল দুজন। ৯ নস্বরে নামা নিশিতা আক্তার নিশি করেন ১০ রান। আর দশে নামা হাবিবা ইসলাম শেষ ওভারে ছক্কা ও চার মেরে ১১ রানে অপরাজিত থাকেন।
৮০ রানের পুঁজি নিয়ে ভারতকে আটকানো কঠিন। শুরুতেই যদিও লড়াইয়ের ইঙ্গিত দিয়েছিল বাংলাদেশ। ভারতের ওপেনার জি কামালিনিকে শূন্য রানে ফেরান আনিসা আক্তার। তার শিকার হয়েই ১ রানে বিদায় নেন তিনে নামা সানিকা চালকে। তবে ভারত তাদের ব্যাটিং শক্তি দেখিয়ে দেয় এর পরই। গোঙ্গাড়ি তৃষা ও নিকি প্রাসাদের স্ট্রোকের জোয়ারে ম্যাচ শেষ হয়ে যায় দ্রুতই। ১০টি চারের সাহায্যে ৪৬ বলে ৫৮ রানে অপরাজিত থেকে ম্যাচ সেরা হন তৃষা। অধিনায়ক নিকি অপরাজিত থাকেন দুই ছক্কায় ১৪ বলে ২২ রান করে। বাংলাদেশের সেমি–ফাইনাল খেলার আশা অবশ্য এখনও শেষ হয়নি। আজ শুক্রবার তারা লড়বে নেপালের বিপক্ষে।