তাহের স্মৃতি উন্মুক্ত ফুটবল টুর্নামেন্টে এন্ট্রি আহবান

| শুক্রবার , ২০ ডিসেম্বর, ২০২৪ at ৭:২৬ পূর্বাহ্ণ

হালিশহর কর্ণফুলী ক্রীড়া চক্রের উদ্যোগে মুক্তবিহঙ্গ ক্লাবের সাবেক সভাপতি মিনহাজুর রহমান তাহের স্মৃতি উন্মুক্ত টাইগার বার ফুটবল টুর্নামেন্ট মেহের আফজল হাই স্কুল মাঠে শীঘ্রই শুরু হবে। এতে অংশগ্রহণে আগ্রহী ক্লাব ও একাডেমিকে আগামী ২৫ ডিসেম্বর রাত ৮টার মধ্যে যোগাযোগ করে নাম এন্ট্রি করার জন্য অনুরোধ করা হয়েছে। যোগাযোগ০১৮১১৬৬০২২৯, ০১৮৬০৬২৭৭৭৯, ০১৮১৮৫৯১৮২।

পূর্ববর্তী নিবন্ধর‌্যাঙ্কিংয়ের শীর্ষে থেকে বছর শেষ আর্জেন্টিনার
পরবর্তী নিবন্ধনরেন্দ্র লাল বড়ুয়া স্মৃতি কিশোর ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আজ