গণতান্ত্রিক বিধিতে প্রত্যাবর্তনে নির্বাচন প্রদানের আহ্বান

সিপিবি ষোলশহর শাখার সভা

| শুক্রবার , ২০ ডিসেম্বর, ২০২৪ at ৭:২২ পূর্বাহ্ণ

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) পাঁচলাইশ থানার ষোলশহর শাখার সভায় স্বৈরাচারী ফ্যাসিস্ট শক্তি বা তদ্রুপ শাসন ফিরে আসার সুযোগ না রেখে দ্রুত নির্বাচন ব্যবস্থা সংস্কার দাবি করেছেন নেতৃবৃন্দরা। তারা বলেন, দেশে চলমান অচলাবস্থা নিরসনে নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক বিধি ব্যবস্থায় ফিরে যাওয়ার বিকল্প নেই।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় অস্থায়ী কার্যালয়ে রিংকু দের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে মৃণাল চৌধুরী বলেন, মুক্তিযুদ্ধের বিজয়ের সাথে সাংঘর্ষিক নীতিতে দেশ পরিচালনার কারণে দুর্নীতিদুঃশাসন গণতন্ত্র ধ্বংস করেছে। কায়েমী স্বার্থবাদীরা অন্তর্বর্তী সরকারকে ঘিরে ফেলেছে। শ্রমিকদের ওপর দমনপীড়ন বেড়েছে। প্রশাসন অচল হয়ে আছে। দ্রুত এ পরিস্থিতি বদলাতে জবাবদিহিতামূলক নির্বাচিত সরকার প্রয়োজন হয়ে পড়েছে।

সভায় রিপোর্ট পেশ করেন সম্পাদক খোদেজা বেগম। আলোচনা করেন থানা সাধারণ সম্পাদক রাহাতউল্লাহ জাহিদ, নুরুল আবছার লিটন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধখাগড়াছড়িতে রুটিন পরিবর্তনের দাবিতে মানববন্ধন
পরবর্তী নিবন্ধবৃত্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা মেধা বিকাশের সুযোগ পায়