নগরে ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২০ ডিসেম্বর, ২০২৪ at ৭:১৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম নগরে গত দুইদিনে অভিযান চালিয়ে ৩ হাজার ৩০০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশের চট্টগ্রাম মহানগর গোয়েন্দা বিভাগ। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে গোপন খবরের ভিত্তিতে ডবলমুরিং থানাধীন হাজীপাড়া মেম্বারগলিতে অবস্থিত জসিম ভবনে অভিযান চালিয়ে মাদক কারবারি আব্দুল আজিজকে প্রকাশ সোহেলকে (৩৫) গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছে এক হাজার ৩০০ পিস ইয়াবা পাওয়া যায়। চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর ও দক্ষিণ) বিভাগের পুলিশ পরিদর্শক মোহাম্মদ ইসরাফিল মজুমদারের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

এর আগে গত বুধবার দুপুর দুইটার দিকে চান্দগাঁও থানাধীন মোহরা কামাল বাজার এলাকায় অভিযান চালিয়ে ২ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি মো. সোহেল (২৬) ও মো. মারুফকে (২১) গ্রেপ্তার করা হয়। পুলিশ পরিদর্শক মোহাম্মদ শরীফের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চান্দগাঁও ও ডবলমুরিং থানায় পৃথক মামলা রুজু করা হয়েছে। গতকাল চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার (গণমাধ্যম) তারেক আজিজ বিষয়টি নিশ্চিত করেছেন।

পূর্ববর্তী নিবন্ধবাকলিয়া থানা শ্রমিকদলের সমাবেশ
পরবর্তী নিবন্ধলিটল এঞ্জেলস গ্রামার স্কুলে পুরস্কার বিতরণী