ঢাকার যানজটের ব্যাপারে আমরা সবাই জানি। নগরবাসী অতিষ্ঠ হওয়ার সাথে সাথে অভ্যস্ত হয়ে গেছে। কিন্তু বর্তমানে চট্টগ্রামও ধীরে ধীরে ঢাকার যানজটের রূপ ধারণ করছে। বেশিরভাগ সড়কের দুই পাশের ফুটপাত দখল করে চলছে ব্যবসা–বাণিজ্য। ফলস্বরূপ যানবাহন চলাচলের রাস্তা সংকীর্ণ হয়ে যায়। অপরিকল্পিত স্টপেজের কারণেও যানজটের সৃষ্টি হয়। যত্রতত্র যানবাহন দাঁড়িয়ে থেকে যাত্রী ওঠা–নামা করানোর কারণে প্রতিটি মোড়েই এক ধরনের বিশৃঙ্খলা বিরাজ করছে। ট্রাফিক পুলিশের অবহেলাও অনেক সময় এর কারণ। আগ্রাবাদ– দেওয়ানহাট রোড, হাটহাজারী রোড, ২ নাম্বার গেইটসহ প্রায় সকল সড়কে প্রচুর ভোগান্তিতে পড়তে হয় যাত্রীদের। ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকা পড়ে মানুষের মূল্যবান বহু সময় নষ্ট হচ্ছে। ছোট থেকে আমাদের সময়ানুবর্তিতা শিখানো হয়। কিন্তু যানজট এভাবে চলতে থাকলে সময়ানুবর্তিতা মেনে চলা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। যানজটের ফলে শিক্ষার্থীরা বহু সমস্যায় পড়ে। পরীক্ষার সময় সময়মতো কেন্দ্রে পৌঁছানো অনেক কঠিন হয়ে পড়ে। ইমার্জেন্সি রোগীকে হাসাপাতালে নিতে ঝামেলায় পড়তে হয় ফলে রোগীর জীবনের ঝুঁকি থাকে। কর্মজীবীদের কর্মস্থলে পৌঁছাতে সমস্যায় পড়তে হয়। অনেক সময় যানজটের কারণে ছাত্রীদের ছাত্রীনিবাসে নির্দিষ্ট সময়ে ফিরতে দেরি হয়ে যায়। বিমানযাত্রীদের নির্দিষ্ট সময়ে এয়ারপোর্টে পৌঁছতে সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়। তাই অতি শীঘ্রই যানজট নিরসনে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য ট্রাফিক বিভাগের দৃষ্টি আকর্ষণ করছি।
কাজী মালিহা আকতার
শিক্ষার্থী
অনার্স ১ম বর্ষ, উদ্ভিদবিজ্ঞান বিভাগ,
চট্টগ্রাম কলেজ।