(তারা) বললো, ‘তুমি কি আমাদের নিকট এ উদ্দেশ্যে এসেছো যে, আমরা এক আল্লাহরই এবাদত করবো।
– আল–কুরআনের বঙ্গানুবাদ (৭:৭০) সূরা আল আ’রাফ।
দরিদ্রের মধ্যে আমাকে অনুসন্ধান কর, কারণ তাহাদের জন্য তোমাদিগকে সাহায্য ও আহার্য দান করা হয়।
– আল–হাদিস (আবু দাউদ, তিরমিজী)।
প্রত্যেক মানুষের বিশ্বাস তার নিজের নিকট সঠিক।
– কুপার।