সেন্টমার্টিনে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি | শুক্রবার , ২০ ডিসেম্বর, ২০২৪ at ৬:২৬ পূর্বাহ্ণ

সেন্টমার্টিন দ্বীপের উত্তর সমুদ্র সৈকত থেকে হাতপা বাঁধা অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুরের দিকে মরদেহটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন সেন্টমার্টিন পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবদুল বাতেন।

তিনি জানান, মরদেহটি ভেসে আসার খবর পেয়ে সেন্টমার্টিন দ্বীপের উত্তর সমুদ্র সৈকত পয়েন্ট থেকে হাতপা বাঁধা অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার করা হয়। তবে তার পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। পরিচয় শনাক্তে অনুসন্ধান চলছে। মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধকেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে ভোটাধিকার নিশ্চিত করা সম্ভব
পরবর্তী নিবন্ধবক্তব্যের অপব্যাখ্যা দাবি করে প্রতিবাদ বদিউল আলমের