সন্দ্বীপের গুপ্তছড়া ঘাটে মাটি ভরাটের কাজ উদ্বোধন

ফেরি সার্ভিস চালুর জন্য অবকাঠামো নির্মাণ

সন্দ্বীপ প্রতিনিধি | শুক্রবার , ২০ ডিসেম্বর, ২০২৪ at ৫:৪৪ পূর্বাহ্ণ

সন্দ্বীপবাসীর দীর্ঘদিনের স্বপ্ন ফেরি সার্ভিস চালুর জন্য গুপ্তছড়া ঘাটে মাটি ভরাটের কাজ উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকালে বিআইডব্লিউটিএর উপসহকারী প্রকৌশলী (ড্রেজিং) মোহাম্মদ হোসাইন এই কাজ উদ্বোধন করেন। মাটি ভরাটের পর এই জায়গায় বাঁশবাড়িয়াগুপ্তছড়া রুটে ফেরি সার্ভিস চালুর জন্য অবকাঠামো নির্মাণ করা হবে।

বিআইডব্লিউটিএর উপসহকারী প্রকৌশলী (ড্রেজিং) মোহাম্মদ হোসাইন আজাদীকে জানান, এখানে ইয়ার্ড নির্মাণের জন্য প্রায় ৪৫ লক্ষ ঘন ফুট মাটি ভরাট করা হবে সাগরে ড্রেজিং করার মাধ্যমে। যেখানে ফেরিতে চলাচলের জন্য আসা গাড়ি গুলোকে সারিবদ্ধভাবে যাতে রাখা যায় সে ব্যবস্থা থাকবে। এছাড়া টিকেট কাউন্টার যাত্রী চাউনিসহ আনুষঙ্গিক অবকাঠামো এখানে গড়ে তোলা হবে।

এসময় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান ভুঁইয়া মিল্টন বলেন, সন্দ্বীপবাসীর স্বপ্নের ফেরি চলাচলের জন্য অবকাঠামো নির্মাণ কাজ যাতে ঠিকাদার প্রতিষ্ঠান নির্বিঘ্নে করতে পারে সেই জন্য সহযোগিতা করা হবে। চাঁদাবাজি হুমকি ধমকির মাধ্যমে কেউ কাজে বাধাগ্রস্ত করতে চাইলে সন্দ্বীপবাসীকে সাথে নিয়ে প্রতিহত করা হবে।

এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা মনির তালুকদার, জামসেদুর রহমান, আনোয়ার হোসেন, মিজানুর রহমান, মোশাররফ হোসেন, কামরুজ্জামান ডালিম প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধস্পেশাল ট্রেন দুইয়ের পরিবর্তে চলবে চার ট্রিপ
পরবর্তী নিবন্ধআনন্দবাজারে যুবক খুনের ঘটনায় মূলহোতাসহ দুইজন গ্রেপ্তার