মস্কোয় শীর্ষ জেনারেল ইগর কিরিলোভ ও তার সহকারী খুনের ঘটনায় উজবেকিস্তানের ২৯ বছর বয়সী এক নাগরিককে আটক করেছে রাশিয়া। রুশ কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থা (এফএসবি) এ কথা জানিয়েছে। সংস্থাটি বলছে, অজ্ঞাতনামা এই সন্দেহভাজন নাগরিককে নিয়োগ করেছিলেন ইউক্রেনের গোয়েন্দারা। রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদন থেকে এ তথ্য জানায় বিবিসি।
রাশিয়ার রাজধানী মস্কোয় পারমাণবিক প্রতিরক্ষা বাহিনীর দায়িত্বে থাকা এক শীর্ষ জেনারেল ইগর কিরিলোভ একটি ইলেকট্রিক স্কুটারে লুকানো বোমা বিস্ফোরণে নিহত হন। ইউক্রেন এ হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে। খবর বিডিনিউজের।
ইউক্রেন কিরিলোভের বিরুদ্ধে ইউক্রেনীয় সেনাদের ওপর নিষিদ্ধ রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ করেছিল। মঙ্গলবার সকালে ইউক্রেনের সিকিউরিটি সার্ভিস (এসবিইউ)-এর গোয়েন্দা অভিযানে কিরিলোভ নিহত হন। ইউক্রেনের এক সূত্র মঙ্গলবার বলেছে, কিরিলভ যুদ্ধাপরাধ করেছিলেন। তাকে হামলার নিশানা করাটা ন্যায়সংগত ছিল। হত্যাকাণ্ডের আগের দিন সোমবার কিরিলভকে তার অনুপস্থিতিতেই ইউক্রেনের আদালতে অভিযুক্ত করে বলা হয়, তিনি গণহারে নিষিদ্ধ রাসায়নিক অস্ত্র ব্যবহারের জন্য দায়ী।