মঞ্চে আসছে ‘দ্য ম্যান আউটসাইড’

| বৃহস্পতিবার , ১৯ ডিসেম্বর, ২০২৪ at ১১:১০ পূর্বাহ্ণ

যুদ্ধ বন্ধের বার্তা নিয়ে মঞ্চে নতুন নাটক নিয়ে আসছে নাট্যদল এক্টোম্যানিয়া। গতকাল বুধবার সন্ধ্যা ৭টায় রাজধানীর নাটক সরণির মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে মঞ্চস্থ হবে দলটির দ্বিতীয় প্রযোজনা ‘দ্য ম্যান আউটসাইড’।

জার্মান লেখক উলফগ্যাং বোরচার্টের লেখা ‘দ্য ম্যান আউটসাইড’র বাংলায় অনুবাদ করেছেন মামুন হক; নাটকটির নির্দেশনা দিয়েছেন তালহা জুবায়ের। পৃষ্ঠপোষকতা ও সহযোগিতায় আছে জার্মান ভাষা ও সংস্কৃতি প্রসার কেন্দ্র ক্রিয়েটিভ কুলটুরা। খবর বিডিনিউজের।

বেকমান নামের এক যুদ্ধফেরত সৈনিকের হতাশার গল্প এই নাটকে উঠে এসেছে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে এক্টোম্যানিয়া। যুদ্ধ শেষে তিনি মাতৃভূমিতে ফিরে দেখতে পান তার চিরচেনা ভূমি আর মানুষজন সবই যেন অচেনা হয়ে গেছে। যা ওই সৈনিকের মধ্যে ক্ষোভ ও হতাশা তৈরি করে। কেন প্রিয় শহর, প্রিয় মানুষের প্রতি তার এত ক্ষোভ? সে প্রশ্ন খোঁজা হয়েছে নাটকে।

অভিনয় করছেন সায়েম সিজান, নওরীন সাজ্জাদ, ফকির বিপ্লব, কামরুজ্জামান তাপু, সাগর বড়ুয়া, অর্ঘমিত্র তরফদার, মার্শিয়া শাওন, নাবিলা আশেক, মার্টিন সাহা, মারজুক, পারিশা মেহজাবিন, জেরিন স্বপ্না, মঈনুল বাপ্পি, আসিল আমিন প্রমুখ।

এই প্রযোজনাটির সমন্বয়ক তরু শাহরিয়ার স্বর্গ। এক্টোম্যানিয়া ২০২৩ সালের জানুয়ারিতে মঞ্চে এনেছিল প্রথম প্রযোজনা ‘হ্যামলেট মেশিন’। প্রায় দুই বছর পর নতুন নাটক নিয়ে আসছে নাট্যদলটি।

পূর্ববর্তী নিবন্ধআর্মি স্টেডিয়ামে বরাদ্দ বাতিল, অনিশ্চয়তায় ফোক ফেস্ট
পরবর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ১৫.০২ কোটি টাকা