এনসিএল টি-টোয়েন্টিতে আবার হারল চট্টগ্রাম

ক্রীড়া প্রতিবেদক | বৃহস্পতিবার , ১৯ ডিসেম্বর, ২০২৪ at ১১:০৯ পূর্বাহ্ণ

টানা চার ম্যাচে তামিমকে নিয়ে খেলে দুটিতে জিতেছিল চট্টগ্রাম। গত মঙ্গলবার তামিমকে ছাড়াই খেলতে নেমে দারুণ এক জয় পেয়েছিল চট্টগ্রাম বিভাগীয় দল। কিন্তু পরের দিন গতকাল আবার হারের বৃত্তে ইয়াসির আলি রাব্বির দল। গতকাল সিলেট স্টেডিয়ামে খুলনা বিভাগের কাছে ৫ উইকেটে হেরেছে চট্টগ্রাম। এই ম্যাচে হাফ সেঞ্চুরি করেও দলকে জেতাতে পারেননি অধিনায়ক রাব্বি। টসে হেরে ব্যাট করতে নামা চট্টগ্রাম দ্বিতীয় ওভারেই হারায় আগের ম্যাচে হাফ সেঞ্চুরিয়ান মোমিনুল হককে। এরপর মাহমুদুল হাসান জয় একপ্রান্ত আগলে রাখলেও অপর প্রান্তে ইরফান শুক্কুর এবং শাহাদাত হোসেন দিপু ফিরেন যথাক্রমে ৪ রান করে। আগের ম্যাচে হাফ সেঞ্চুরি করেছিলেন ইরফান শুক্কুর। এবার ফিরলেন ৪ রান করে। মাহমুদুল হাসান জয়ও পারলেননা দলকে বেশিদুর টানতে। ৩১ বলে ৩০ রান করে ফিরলেন জয়। দলের রান তখন ৪ উইকেটে ৪৫। এরপর প্রতিরোধ গড়েন ইয়াসির আলি রাব্বি এবং শামীম মিয়া। ৪৭ রান যোগ করেন দুজন। যেখানে শামীম মিয়ার অবদান ১৫ রান। এরপর রাব্বি একাই টানেন দলকে। শেষ পর্যন্ত তার ৩৯ বলে ৬টি চার এবং তিনটি ছক্কায় সাজানো ৬১ রানের উপর ভর করে ১২৯ রান করে চট্টগ্রাম বিভাগীয় দল।

১৩০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসের দ্বিতীয় বলেই এবারের আসরের একমাত্র সেঞ্চুরিয়ান এনামুল হক বিজয়কে হারায় খুলনা। দ্বিতীয় উইকেটে মোহাম্মদ মিথুন এবং সদ্য অনূর্ধ্ব১৯ এশিয়া কাপ জিতে আসা দলের অধিনায়ক আজিজুল হাকিম মিলে ৩১ রান যোগ করেন। ১৩ বলে ১৪ রান করে ফিরেন মিথুন। এরপর নাহিদুল ইসলামকে নিয়ে আরো ৩৬ রান যোগ করে আজিজুল হাকিম ফিরেন ২৫ বলে ৩৬ রান করে। তিনটি চার এবং তিনটি ছক্কা মেরেছেন হাকিম। অধিনায়ক নুরুল হাসান সোহান ফিরেন ২৩ বলে ২০ রান করে। খুলনা যখন বেশ চাপে পড়ে যায় তখন ব্যাট হাতে ঝড় তোলেন অভিজ্ঞ জিয়াউর রহমান। তার ৩৬ বলে ৩৯ রানের অপরাজিত ইনিংসের উপর ভর করে ৭ বল বাকি থাকতে ৫ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে খুলনা। তিনি ৫টি চার এবং ২টি ছক্কা মেরেছেন। চট্টগ্রাম বিভাগের পক্ষে একটি করে উইকেট নিয়েছেন ইফরান হোসেন, শামীম মিয়া, মোমিনুল হক এবং নাঈম হাসান। এই ম্যাচে হেরেও লিগের ষষ্ট রাউন্ড শেষে তিন জয় এবং তিন হারে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে রয়েছে চট্টগ্রাম বিভাগ। ছয় ম্যাচের সবকটিতে জিতে সবার উপরে ঢাকা মেট্‌্েরা। এক ম্যাচ হেরে ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রংপুর বিভাগ। খুলনা বিভাগের পয়েন্ট চট্টগ্রামের সমান ৬ হলেও রান রেটে পিছিয়ে থাকায় চতুর্থ স্থানে রয়েছে তারা।

আজ পয়েন্ট তালিকার শীর্ষে থাকা ঢাকা মেট্রো দলের মুখোমুখি হবে চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধনিজের ব্যাটিং নিয়ে দারুণ খুশি শামীম
পরবর্তী নিবন্ধবাংলাদেশের সব মানুষের মত খুশি লিটনও