ব্রুককে সরিয়ে আবার র‌্যাংকিংয়ের চূড়ায় রুট

স্পোর্টস ডেস্ক | বৃহস্পতিবার , ১৯ ডিসেম্বর, ২০২৪ at ১১:০৪ পূর্বাহ্ণ

গত সপ্তাহে টেস্ট ব্যাটারদের শীর্ষে জায়গা করে নিয়েছিলেন হ্যারি ব্রুক। কিন্তু নিউজিল্যান্ডের বিপক্ষে ভালো ফর্ম না দেখাতে পারায় সিংহাসন ধরে রাখতে পারেননি তিনি। তার জায়গা দখল করে নিয়েছেন সতীর্থ জো রুট। গতকাল আইসিসির প্রকাশিত র‌্যাংকিংয়ে টেস্ট ব্যাটারদের মধ্যে ৮৯৫ রেটিং পয়েন্ট নিয়ে সবার ওপরে রয়েছেন রুট। ৮৭৬ পয়েন্ট নিয়ে দুইয়ে অবস্থান হ্যারি ব্রুকের। তিনে থাকা নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন অবশ্য ব্যাট হাতে ছিলেন সফল। সেডন পার্কে প্রথম ইনিংসে ৪৪ রান করা এই ব্যাটার পরের ইনিংসে করেন ১৫৬ রান। তার রেটিং পয়েন্ট বেড়ে হয়েছে ৮৬৭। র‌্যাংকিংয়ে উন্নতি হয়েছে টম ল্যাথামেরও। ৬ ধাপ এগিয়ে তিনি আছেন ৩১তম স্থানে। এছাড়া ১৩ ধাপ উন্নতিতে ৩৬ নম্বরে আছেন উইল ইয়াং। এদিকে বোলারদের র‌্যাংকিংয়ে এগিয়েছেন ম্যাট হেনরি। ইংল্যান্ডের বিপক্ষে ৬ উইকেট নিয়ে তিনি এখন অবস্থান করছেন সপ্তম স্থানে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনের গভর্ণিং বডির সভা
পরবর্তী নিবন্ধসবার ওপরে তাসকিন, হাসানের উন্নতি ৩৮ ধাপ, মেহেদির ১৮