সবার ওপরে তাসকিন, হাসানের উন্নতি ৩৮ ধাপ, মেহেদির ১৮

স্পোর্টস ডেস্ক | বৃহস্পতিবার , ১৯ ডিসেম্বর, ২০২৪ at ১১:০৫ পূর্বাহ্ণ

আইসিসির টিটোয়েন্টি র‌্যাংকিংয়ে বড় লাফ দিয়েছেন বাংলাদেশের হাসান মাহমুদ ও শেখ মেহেদি হাসান। বুধবার ঘোষিত পুরুষ ক্রিকেটারদের র‌্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদে টিটোয়েন্টি বোলারদের মধ্যে হাসানের উন্নতি ৩৮ ধাপ। মেহেদি এগিয়েছেন ১৮ ধাপ। তিন ধাপ এগিয়ে এই সংস্করণে বাংলাদেশের বোলারদের মধ্যে সবার ওপরে এখন তাসকিন আহমেদ, অবস্থান ১৮তম। কিংসটাউনে গত সোমবার সিরিজের প্রথম টিটোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের ৭ রানে জয়ের ম্যাচে ১৮ রান দিয়ে ২ উইকেট নেন হাসান। র‌্যাঙ্কিংয়ে লম্বা লাফ দিয়ে দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা ও শ্রীলঙ্কার নুয়ান থুশারার সঙ্গে যৌথভাবে ৪৭তম স্থানে আছেন এই পেসার। সফরকারীদের জয়ে সবচেয়ে বড় অবদান রাখেন মেহেদি। ক্যারিয়ার সেরা বোলিংয়ে কেবল ১৩ রান দিয়ে ৪ উইকেট নিয়ে এই অফ স্পিনার জেতেন ম্যাচ সেরার পুরস্কার। এই পারফরম্যান্সে র‌্যাঙ্কিংয়ে উঠে এলেন তিনি ২৩তম স্থানে। সেদিন ২৮ রানে ২ উইকেট নেন তাসকিন।

পূর্ববর্তী নিবন্ধব্রুককে সরিয়ে আবার র‌্যাংকিংয়ের চূড়ায় রুট
পরবর্তী নিবন্ধআন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিলেন অশ্বিন