মহান বিজয় দিবস উপলক্ষে গত ১৬ ডিসেম্বর ফ্রোবেল একাডেমি এবং ফ্রোবেল প্লে স্কুল সম্মিলিতভাবে নগরীর পাঁচলাইশ আবাসিক এলাকার ৫ নং ও ৬ নং রোডের সংযোগ সড়কে আয়োজন করেছে ভিন্নধর্মী এক উৎসব ‘হ্যাপি স্ট্রিট’। এই ব্যাতিক্রমী আয়োজনে সংযোগ সড়কটিকে শিশুদের জন্য এক নিরাপদ খেলার মাঠে পরিণত করা হয়। মূলত ‘হ্যাপি স্ট্রিট’ হলো আধুনিক স্মার্ট স্ট্রিটের একটি ধারণা, যা ধর্ম–বর্ণ নির্বিশেষে সকল সমপ্রদায়ের মানুষের একতাবদ্ধ সুখী সমাজকে প্রতিফলিত করে।
এই উৎসবে ফুটবল, ব্যাডমিন্টন, ক্রিকেট, বাস্কেটবল, মার্শাল আর্ট, মৃৎশিল্প, টাগ অব ওয়ার, শিশুদের জোন, হপস্কচ, ম্যাজিক শোর এর মতো বিভিন্ন কার্যক্রমের আয়োজন করা হয়েছিল যেখানে বিনামূল্যে দর্শনার্থীরা ঘুরে বেড়ায় এবং উৎসবে অংশ নেয়। এই অনুষ্ঠানের মাধ্যমে ফ্রোবেল একাডেমি সমাজের সকল স্তরের শিশুদের জন্য নিরাপদ সড়ক নির্মাণ এবং বৈষম্যহীন একতাবদ্ধ সুখী সমাজ গঠন নিশ্চিত করার জন্য সবার সহযোগিতার অনুরোধ জানায়। ফ্রোবেল পাঁচলাইশ হাউজিং সোসাইটির কাছে কৃতজ্ঞ যে তারা এই অনুষ্ঠানের জন্য আবাসিকে সড়ক ব্যবহার করার অনুমতি দিয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। বিশেষ অতিথি ছিলেন পাঁচলাইশ আবাসিক এলাকা কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. আবু সাঈদ সেলিম, সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি এ কে এম সাইদুল ইসলাম বাবু, বিএনপি মহানগর শাখার আহবায়ক এরশাদ উল্লাহ, উইমেন চেম্বার ইন্ডাস্ট্রির সভানেত্রী আবিদা সুলতানা, চবি অধ্যাপক ড. শাহীনুর রহমান।
উপস্থিত ছিলেন বিএসআরএম গ্রুপ অফ কোম্পানিজ, ফ্রোবেল প্লে স্কুল এবং ফ্রোবেল একাডেমির পরিচালকবৃন্দ। বিজয়ের মাস উদযাপনে ফ্রোবেলের এই ব্যাতিক্রমে আয়োজনে নগরীর বিভিন্ন এলাকার মানুষ তাদের পরিবার, শিশু–কিশোর ও বন্ধু–বান্ধব নিয়ে এসে তাদের আনন্দ ও উচ্ছ্বাসের কথা বলেছেন এবং এই ব্যাতিক্রমী আয়োজনের জন্য ফ্রোবেলের প্রতি তাদের কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রেস বিজ্ঞপ্তি।