চট্টগ্রাম বাস, মিনিবাস, হিউম্যান হলার, অটোটেম্পো, সিএনজি বেবিট্যাক্সি মালিক–শ্রমিক ঐক্য পরিষদের মতবিনিময় সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির শ্রম বিষয়ক সম্পাদক এ এম নাজিম উদ্দিন।
সংগঠনের যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম শমুর সভাপতিত্বে ও সদস্য সচিব নজরুল ইসলাম সরকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন তরুন দাশ গুপ্ত ভানু, মো নুর ইসলাম, সাবের আহম্মেদ টারজেন, মো. শাহ আলম হাওলাদার, মো.শহিদুল ইসলাম, শরিফুল ইসলাম, মো.হেলাল উদ্দিন মিয়া, মো.শাহজাহান, মো. নুর হোসেন, ইকবাল হোসেন বাপ্পি, মো.পারভেজ, মো.আবুল কালাম, নুরুল ইসলাম রনি, মোরশেদ আলম, ওয়াহেদুর রহমান, মো.আব্দুল্লাহ, নুর উদ্দিন, মোতাহের হোসেন মোজাহের, মো আবুল কালাম, মো মনির হোসেন, কামরুল ইসলাম, ইসলাম, জাহাঙ্গীর আলম প্রমুখ।
১১ দফা দাবি নিয়ে আলাপ আলোচনায় চসিক মেয়রকে প্রধান অতিথি করে সভার সিদ্ধান্ত হয়।
সভায় যাত্রী সেবার মান বাড়ানোর আহবান জানিয়ে বিভাগীয় শ্রমিক দলের সভাপতি এ এম নাজিম উদ্দিন বলেন, আপনারা ঐক্যবদ্ধ থেকে অন্যায় অত্যাচারের বিরুদ্ধে প্রতিরোধ করুন, আপনাদের সাথে আছি। কিছু নেতা ১৬ বছরের চাঁদাবাজদের নিয়ে সংগঠন করার পাঁয়তারা করছে। যারা আওয়ামী বাকশালিদের নিয়ে সংগঠন করছেন তারা ফিরে আসুন, ত্যাগি নেতাদের নিয়ে সংগঠন করুন, দলের ভালো হবে এবং আপনাদের জন্যও ভালো হবে। প্রেস বিজ্ঞপ্তি।