ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ (ইফা) চট্টগ্রাম আয়োজিত জাতীয় শিশু–কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতার চট্টগ্রাম বিভাগের ১১টি জেলার মধ্যে বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতা গতকাল বুধবার পাহাড়তলী হাজ্বী ক্যাম্পে অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় চট্টগ্রামের জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসার শিক্ষার্থীরা ক্বিরাত, হামদ–নাত, কবিতা আবৃত্তি, রচনা, আযান ও উপস্থিত বক্তব্যে বিভাগীয় পর্যায়ে ৯টিতে প্রথম স্থানসহ ১৬টি পুরস্কার অর্জন করে বিভাগের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান নির্বাচিত হয়। জামেয়ার শিক্ষার্থীরা প্রতিবারের ন্যায় এবারও শীর্ষস্থান ধরে রেখে মাদরাসার গৌরবোজ্জ্বল সুনাম অক্ষুণ্ন রেখেছে।
শিক্ষার্থীদের এ অর্জনে মাদরাসার সম্মানিত অধ্যক্ষ, গভর্নিং বডির চেয়ারম্যান, অধ্যক্ষ ও অন্যান্য শিক্ষকবৃন্দ শুকরিয়া জ্ঞাপন করেন। প্রতিযোগিতার অনুষ্ঠান শেষে শিক্ষার্থীরা মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল আলীম রিজভীর সাথে সাক্ষাৎ করেন। প্রেস বিজ্ঞপ্তি।