সাংবাদিক হাসান ফারুকীর মায়ের ইন্তেকাল

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১৯ ডিসেম্বর, ২০২৪ at ১০:৪৭ পূর্বাহ্ণ

দৈনিক আজাদীর সিনিয়র সম্পাদনা সহকারী মুহাম্মদ হাসান ফারুকীর মাতা মোছাম্মৎ জয়নাব বেগম ফারুকী (১০৫) গত মঙ্গলবার দুপুরে পটিয়ার ফারুকীপাড়াস্থ বাড়িতে বার্ধক্যজনিত রোগে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহেরাজেউন)। তিনি তিন ছেলে, তিন কন্যাসহ বহু আত্মীয়স্বজন রেখে যান। মঙ্গলবার বাদে এশা ফারুকীপাড়াস্থ লতিফিয়া জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। উল্লেখ্য, জয়নাব বেগম ফারুকী সমাজসেবী মরহুম মুহাম্মদ আবদুল হালিম ফারুকীর সহধর্মিণী ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধস্নেহ বালা চৌধুরী
পরবর্তী নিবন্ধকাল সৈয়দ শামসুল হুদার (রহ.) ২৯তম বার্ষিক ওরশ