আমি আছি, আছি আমি
আমাতেই,
নিরন্তর লড়াইয়ে রত,
অপূর্ণ ইচ্ছেগুলো যত
ডানা ঝাপটায়
অবিরাম অবিরত।
বুঝে না কিছুই,
যেন সে অবুঝ শিশুই
মানে না মানা, শুধুই দস্যিপনা
পারি না থামাতে তারে কিছুতেই
আমি আছি আমাতেই।
আবেগের স্রোত ধারা যত
কোথা হতে আসে এত এত
চায় শুধু ভেসে যেতে, নয় ভাসাতেই,
যুদ্ধ করে চলি, তারে থামাতেই !
আমি আছি সংগ্রামে রত, আমাতেই।
হৃদয়ের চোরাগলি যত
কে যেন করে বিচরণ সেথা নিত্য নিয়ত,
আহারে!
বলাতো যায় না তাহারে !
মিছে ভুল বুঝে যায় হারিয়ে,
তাইতো বলি না, দিই না হাত বাড়িয়ে !
এইতো ভালো
আমি থাকি ভাবনায় ডুবে
তাহাতেই,
আমি আছি – হৃদয় গহীনে
তাহারে নিয়ে, আমাতেই ।