চলাচলের রাস্তায় দেয়াল, দুর্ভোগ

হাটহাজারী প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৯ ডিসেম্বর, ২০২৪ at ১০:৩১ পূর্বাহ্ণ

হাটহাজারীর নন্দীরহাটস্থ মাহমুদাবাদ গ্রামে চলাচলের প্রায় ৭০ বছরের পুরনো একটি রাস্তার মাঝখানে দেয়াল তুলে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ পাওয়া গেছে। এতে স্থানীয়দের চলাচলে নানা অসুবিধার কথা তুলে ধরে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে অভিযোগ দাখিল করা হয়েছে।

এলাকাবাসীর পক্ষে সৈয়দ মোহাম্মদ জহির নামের এক ব্যক্তির করা অভিযোগে বলা হয়েছে, উল্লিখিত এলাকার জেশন ব্রিডার্স (প্রকাশ ফাতেমা ফার্ম) এর পশ্চিমের এলাকায় বসবাসকারীদের বসতঘরে যাতায়াতের একমাত্র রাস্তায় মোহাম্মদ আবুল মনছুর নামের এক ব্যক্তি আড়াআড়ি দেয়াল তুলে প্রতিবন্ধকতার সৃষ্টি করেন। এতে জনদুর্ভোগের সৃষ্টি হয়েছে। ওই এলাকার বাসিন্দারা বসতঘরে যাতায়াতে, অসুস্থ রোগীদের হাসপাতালে নেয়াআনা করা, ছেলেমেয়েদের স্কুল কলেজ মাদ্রাসায় আসাযাওয়াসহ মৃত ব্যক্তির লাশ দাফনের জন্য কবরস্থানে নিয়ে যেতেও চরম দুর্ভোগের শিকার হচ্ছে। এ অবস্থায় সর্ব সাধারণের চলাচলের রাস্তায় তৈরি করা প্রতিবন্ধকতা দ্রুত অপসারণ করে ওই ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ছাড়াও হাটহাজারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লুৎফুর নাহার শারমিন, হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শোয়েব আহমদ খান, প্রধান প্রাণী সম্পদ কর্মকর্তা, চট্টগ্রাম সিটি করপোরেশন এবং হাটহাজারী মডেল থানা বরাবর আবেদন জানিয়েছেন। এ ব্যাপারে জানতে চাইলে অভিযুক্ত আবুল মনছুর বলেন, ‘আমার বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। আমার পিএস, আরএস, বিএস সব ডকুমেন্টস আপডেট আছে। এছাড়া বিষয়টি ইউএনও অফিস এবং ভূমি অফিসে শুনানির প্রক্রিয়াও চলমান। যৌথ সার্ভেয়ার দ্বারা পরিমাপ করা হবে বলেও শুনেছি। পরিমাপ করে শুনানিতে এসি ল্যান্ড মহোদয় যে সিদ্ধান্ত দিবেন সেটা আমি মেনে নিতে প্রস্তুত আছি।’

হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবিএম মশিউজ্জামান গতকাল দৈনিক আজাদীকে জানান, তিনি এখন ছুটিতে আছেন। বিষয়টি উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) সাথে কথা বলার পরামর্শ দেন।

পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লুৎফুর নাহার শারমিনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টি নিয়ে গতকাল উভয় পক্ষের উপস্থিতিতে একটি শুনানি করেছি। এ ব্যাপারে একজন সার্ভেয়ার দিয়ে সরেজমিনে গিয়ে যাচাই পূর্বক পরিমাপ করে একটা সুষ্ঠু সমাধান দেয়া হবে বলেও জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে মাইকেল চাকমার অভিযোগ
পরবর্তী নিবন্ধআজ থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোল আদায় হচ্ছে না