কক্সবাজারে কৃষকলীগ নেতা আরিফুল্লাহ নূরীকে (৩৬) আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা। গতকাল বুধবার বিকাল ৫টার দিকে শহরের ঝাউতলা এলাকা থেকে তাকে আটক করা হয়।
বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক রবিউল আলম জানান, আরিফুল্লাহ নূরী গণ–আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলা করেছে। ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে আন্দোলন ও শিক্ষার্থীদের নিয়ে কটূক্তি ও অপপ্রচার চালিয়েছিলেন। এমনকি গণ–অভ্যুত্থানের পরও নানাভাবে গণ–অভ্যুত্থান ও বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের নিয়ে কটূক্তি ও অপপ্রচার চালায়। তিনি আরো জানান, আরিফুল্লাহ নূরী ঝাউতলা এলাকায় অবস্থান করার খবর পেয়ে ক্ষুব্ধ শিক্ষার্থীরা সেখানে গিয়ে তাকে আটক করে। পরে থানায় নিয়ে গিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছেন।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াছ খান বলেন, শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে আরিফুল্লাহ নূরীকে গণ–আন্দোলনের ঘটনায় দায়েরকৃত মামলায় গ্রেফতার দেখানো হবে। আরিফুল্লাহ নূরী এক সময় বঙ্গবন্ধু প্রজন্মলীগের রাজনীতি করতেন। তারপর কিছুদিন স্বেচ্ছাসেবক লীগের রাজনীতিতে করেছেন। সর্বশেষ জেলা কৃষকলীগের রাজনীতিতে জড়িত ছিলেন।