বিজয় দিবসে জয় বাংলার স্লোগান : আনোয়ারায় দুই যুবলীগ নেতা গ্রেপ্তার

আনোয়ারা প্রতিনিধি | বুধবার , ১৮ ডিসেম্বর, ২০২৪ at ৯:০৬ অপরাহ্ণ

আনোয়ারায় বিজয় দিবসের রাতে জয় বাংলা শ্লোগান দেওয়ায় দুই যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার ভোর রাতে তাদের নিজ নিজ বসতঘর থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার চাতরী ইউনিয়নের উত্তর চাতরী এলাকার মৃত নুরুল আবছারের পুত্র তারেক আজিজ (৩২) ও বারখাইন ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মৃত ফজল আহমদের পুত্র মো. রাসেল।

তারেক আজিজ উপজেলার চাতরী ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক। তার বিরুদ্ধে গত অক্টোবর মাসের বিএনপি নেতার দায়ের করা একটি রাজনৈতিক মামলাও রয়েছে বলে জানায় পুলিশ।

আনোয়ারা থানার উপপরিদর্শক (এসআই) মো. ফারুক বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ১৫ ডিসেম্বর রাতে জয় বাংলা শ্লোগান দিয়ে এলাকায় মিছিলের অভিযোগ রয়েছে। এছাড়া আজিজের বিরুদ্ধে থানায় একটি মামলাও আছে, দুইজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধপেকুয়ায় গণ অধিকার নেতা ইউপি সদস্যসহ ১৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা
পরবর্তী নিবন্ধপটিয়ায় আ.লীগ নেতা কারাগারে